#অযোধ্যা: ভোটের মুখে হঠাত্ অযোধ্যা রাম মন্দির ইস্যুতে তীব্র আন্দোলন শুরু করল গেরুয়া ব্রিগেড৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে অযোধ্যা রওনা হয়েছেন প্রচুর শিবসেনা সমর্থক৷ রবিবার অযোধ্যায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস-এর হুঙ্কার র্যালি৷ তাঁরাও লাখ দুয়েক কর্মী সমর্থক নিয়ে হাজির হচ্ছেন অযোধ্যায়৷ সব মিলিয়ে ৯২-এর বাবরি মসজিদ কাণ্ডের স্মৃতি উস্কে দিচ্ছে অযোধ্যার ঘটনাপ্রবাহ৷
গেরুয়া বাহিনী এতদিন বলছিল, 'মন্দির ওহি বনায়েঙ্গে৷' এখন স্লোগান, 'মন্দির জলদি বনায়েঙ্গে৷' যার নির্যাস, অযোধ্যায় রাম মন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস৷ শুক্রবারই ৫টি ট্রেন ভর্তি শিবসেনা সমর্থক রওনা দিয়েছেন অযোধ্যায়৷ ইতিমধ্যে দুদিনের অযোধ্যা সফরে ফৈজাবাদ বিমানবন্দর পৌঁছে গিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সভা৷ সেখানে এই ধর্মীয় সংগঠনের প্রায় ১ লক্ষ কর্মী-সমর্থক জড়ো হবেন৷ আরএসএস-এর ১ লক্ষ সমর্থক র্যালিতে থাকবেন৷ সঙ্গে বহু সাধু৷
শিবসেনার হুঙ্কার, 'পহেলে মন্দির, ফির সরকার৷' ঘটনাপ্রবাহে স্পষ্ট, লোকসভার আগে হিন্দুত্ব ইস্যুতে এককাট্টা গেরুয়া দলগুলি৷ ফৈজাবাদ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংলগ্ন বিতর্কিত এলাকায়৷ গেরুয়া বাহিনীর এই সব তাণ্ডব দেখে, অযোধ্যা ছেড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ৷ গোটা রাজ্যজুড়ে রবিবারের ধর্মসভা নিয়ে সতর্কবার্তা জারি করেছে৷
অযোধ্যার এএসপি সঞ্জয় কুমারের কথায়, '১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৮ কোম্পানি সশস্ত্র পুলিশ বাড়তি মোতায়েন করা হয়েছে অযোধ্যায়৷ সঙ্গে স্থানীয় পুলিশ তো থাকছেই৷' থানে থেকে ৫টি ট্রেনে ৪ হাজার শিবসেনা সমর্থক যাচ্ছেন অযোধ্যায়৷ দলের ২২ জন সাংসদ ও ৬২ জন বিধায়কও অযোধ্যাকে গেরুয়া রঙে লেপে দিতে হাজির থাকছেন সভায়৷
আরএসএস-এর এক প্রবীণ নেতা জানাচ্ছেন, সংগঠনের ৮০ হাজার কর্মী অযোধ্যায় আসছে৷ তার মধ্যে ১৫ হাজার আসছেন ট্রেনে৷ ১৪ হাজার আসছেন মোটরবাইকে৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, '১৭ মিনিটে বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম৷ কয়েকটা পেপার বানিয়ে অর্ডিন্যান্স বানাতে কত সময় লাগে? রাষ্ট্রপতি ভবন থেকে উত্তরপ্রদেশ সরকার, সব জায়গাতেই তো বিজেপি সরকার৷'
আরও ভিডিও: নেতার ়ডাকে অযোধ্যায় রওনা শিবসেনার হাজার সমর্থকের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।