Sachin Tendulkar Post On Lata Mangeshkar Death: মা বলে ডাকতেন, 'লতা দিদি'র মৃত্যুতে সচিন লিখলেন, 'আমার একটা সত্ত্বা হারিয়ে গেল'

Last Updated:

Sachin On Lata Mangeshkar: আই বলে ডাকতেন সচিন তেন্ডুলকর। প্রিয় লতা দিদির মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।

#মুম্বই: ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জিতে ফিরল কপিল দেবের নেতৃত্বাধান ভারতীয় দল। তখনকার সময়ে এখনের মতো ক্রিকেট খেললেই এত এত টাকা রোজগার করা যেত না। তথ্য বলে, বিশ্বকাপ জিতে ফেরা দলের সদস্যরা হাতে নাকি মাত্র ২ হাজার টাকারও কম করে পেয়েছিলেন। এদিকে এত বড় সাফল্য। অথচ পারিশ্রমিক এত কম! কপিল দেবদের কথা ভেবে এগিয়ে এসেছিলেন লতা মঙ্গেশকর।
ক্রিকেট আর গাড়ি, এই ছিল তাঁর দুই শখ। অনেকেই হয়তো তাঁর গাড়ির শখের কথা জানেন না। এমনিতে তিনি ডাল-ভাতের মানুষ। সহজ, সরল জীবনযাপন করতেন। তবে ক্রিকেটের জন্য তিনি যেন সব করতে পারেন! দেশের খেলা মানে তিনি টিভির সামনে। সারা দেশে বহু মানুষ লতা মঙ্গেশকরের ক্রিকেটপ্রেমের কথা জানেন। এটাও জানেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন ছিল!
advertisement
আরও পড়ুন-  লতার মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তান! বাবর থেকে রামিজ রাজার শ্রদ্ধাজ্ঞাপন
সচিন তেন্ডুলকর একবার আই বলে ডেকেছিলেন লতা মঙ্গেশকরকে। আই অর্থাত্ মা। লতা মঙ্গেশকর নিজের কান জোড়াকে বিশ্বাস করতে পারেননি। তিনি বলেছিলেন, ''আমি তো বিশ্বাসই করতে পারছি না, সচিন আমাকে আই বলে ডাকল। ওর মুখ থেকে এই ডাকটা শুনে আমি আপ্লুত। ওর মতো ছেলেকে পেয়ে আমি ধন্য। ওর জন্য আমার আশীর্বাদ ও ভালবাসা থাকবে সব সময়।''
advertisement
advertisement
সচিন তেন্ডুলকর আজ মাতৃহারা। আই-কে হারিয়েছেন। এমন দিনে শোকবার্তায় সচিন কী লিখবেন! সেদিকেই নজর ছিল বহু মানুষের। শোকের কোনও সংজ্ঞা হয় না। শব্দ দিয়ে শোকের গভীরতা বোঝানো যায় না। সচিন তেন্ডুলকর সেই চেষ্টা করেনওনি। তিনি এদিন লিখেছেন, ''লতা দিদির জীবনে আমি সব সময় একটা অংশ হিসেবে ছিলাম। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। ওঁর চলে যাওয়ায় মনে হচ্ছে, আমার একটা সত্ত্বা হারিয়ে গেল। লতা মঙ্গেশকর তাঁর গানের মাধ্যমে আজীবন আমাদের মধ্যে থাকবেন।''
advertisement
advertisement
আরও পড়ুন-  রাজ পরিবার বিয়ে হতে পারত, কিন্তু হল না, ‘তাঁর’ জন্যেই আজীবন অবিবাহিত লতা
এদিন লতা মঙ্গেশকরের শেষযাত্রায় ছিলেন সচিন তেন্ডুলকর। শেষযাত্রায় ছিলেন অমিতাভ বচ্চন সহ বহু তারকা।
বাংলা খবর/ খবর/দেশ/
Sachin Tendulkar Post On Lata Mangeshkar Death: মা বলে ডাকতেন, 'লতা দিদি'র মৃত্যুতে সচিন লিখলেন, 'আমার একটা সত্ত্বা হারিয়ে গেল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement