শবরীমালায় কেন ঢুকেছেন মহিলারা ? রাগে সিপিআইএম MLA-র বাড়িতে পড়ল বোমা

Last Updated:
#তিরুঅনন্তপুরম: দুই মহিলা ভক্তের প্রবেশকে কেন্দ্র করে শবরীমালায় তাণ্ডব অব্যাহত ৷ শুক্রবার রাতে সেই তাণ্ডব নতুন মোড় নিল ৷ থালাসেরির বিধায়ক এবং সিপিআই(এম) নেতা এ এন শামসীরের বাড়িতে বোমা মারল বিক্ষোভকারীরা ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০.১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ বাইকে চেপে অজ্ঞাতপরিচয় পাঁচ ব্যক্তি মাদাপীদিকাইলে শামসীরের বাড়িতে আসে ৷ রাস্তা থেকেই শামসীরের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা ৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামসীর জানান, রাজ্যে ইচ্ছেকৃতভাবে হিংসাত্মক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে আরএসএস ৷ রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আরএসএস ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ঘটনাটির সময় বাড়িতে ছিলেন না শামসীর ৷ মাদাপীদিকাইলের কাছে থালাস্সেরি-তে মিটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷
শুধু শামসীরের বাড়িতেই নয় ৷ শবরীমালা মন্দিরে দুই মহিলা ভক্তের প্রবেশের বিরোধিতায় সিপিআইএম নেতা এবং কান্নুর জেলার প্রাক্তন সেক্রেটারি পি সসি এবং সিপিআই(এম) কর্মী বিশাকের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা ৷
advertisement
নতুন বছরের শুরুতে শবরীমালায় মন্দিরে লেখা হয় এক নতুন অধ‍্যায় ৷ যে মন্দিরে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও, ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও মহিলাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, সেখানেই, গত বুধবার সকালে গিয়ে পুজো দিয়ে এলেন বছর চল্লিশের দুই মহিলা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই কেরল জুড়ে চা‍ঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি ! ১২ ঘণ্টার বন্ধ ডাকে হিন্দুত্ববাদী সংগঠন ৷ যার রেশ চলছে আজও ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত সিপিএমের নেতা কর্মীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শবরীমালায় কেন ঢুকেছেন মহিলারা ? রাগে সিপিআইএম MLA-র বাড়িতে পড়ল বোমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement