Russia Ukraine War: "ইউক্রেনে যারা পড়তে যায় অধিকাংশই ভারতে ফেল করে" মন্তব্যের জেরে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি

Last Updated:

Union Minister Prahlad Joshi: মঙ্গলবার কেন্দ্রীয় এই মন্ত্রী জানিয়েছেন, যারা বিদেশে পড়তে যায় সেই পড়ুয়াদের ৯০ শতাংশই ভারতে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (NEET) ফেল করে

#নয়াদিল্লি: ইউক্রেনে সেই ভারতীয় পড়ুয়ারাই পড়তে যায় যাদের ভারতের পরীক্ষায় পাশ করার যোগ্যতা নেই! রাশিয়া ইউক্রেনের সংঘাতের (Russia Ukraine war) মধ্যে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি (Union Minister Pralhad Joshi)! মঙ্গলবার কেন্দ্রীয় এই মন্ত্রী জানিয়েছেন, যারা বিদেশে পড়তে যায় সেই পড়ুয়াদের ৯০ শতাংশই ভারতে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (NEET) ফেল করে। প্রহ্লাদ জোশি আরও জানিয়েছেন, পড়ুয়ারা কেন চিকিৎসা বিষয়ে অধ্যয়নের জন্য বাইরে চলে যাচ্ছে তা নিয়ে বিতর্ক করার সময় এটা নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine war) সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ। যুদ্ধে নিহত হয়েছেন এই দেশের এক তরুণ! ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী চতুর্থ বর্ষের এমবিবিএস পড়ুয়া নবীন শেখরাপ্পা। ঠিক সেই দিনই দেশের মন্ত্রীর মুখে এমন অসংলগ্ন কথাকে অসংবেদনশীল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বর্ষীয়ান কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা (Congress leader Randeep Singh Surjewala) এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “মোদি সরকার ২০,০০০ বাচ্চাকে নিজের ভরসায় ছেড়ে দিয়েছে, দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ইউক্রেনে (Russia Ukraine war) যাওয়া ভারতীয় পড়ুয়াদের মধ্যে ত্রুটিও খুঁজে পেয়েছে। এটা লজ্জাজনক. এটা অসংবেদনশীলতা এবং ক্ষমতার অহংকার। ওই বাচ্চাদের কাছে এবং তাঁদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করুন।”
advertisement
advertisement
advertisement
মন্ত্রীর এই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করেছেন কংগ্রেসের নভজ্যোতু পট্টনায়েকও। “তাহলে, জোশি জি, আপনি কি বলতে চাইছেন এই কারণেই ইউক্রেনে (Russia Ukraine war) আমাদের আটকে পড়া মেডিকেল পড়ুয়াদের নিরাপদে ভারতে ফিরে আসার অধিকার নেই?”, ট্যুইটে লিখেছেন তিনি।
advertisement
গত সপ্তাহেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশে বিপুল পরিমাণে ডাক্তার তৈরির লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, বিপুল সংখ্যক পড়ুয়া ছোট দেশগুলি থেকেই চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে। “আজ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ছোট দেশে যাচ্ছে, বিশেষ করে চিকিৎসা বিষয়ক শিক্ষার জন্য। ভাষার বাধা সত্ত্বেও তারা বাইরে যাচ্ছে। কোটি কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের বেসরকারি ক্ষেত্রগুলি কি এই বিষয়ে বড় করেই প্রবেশ করতে পারে না? আমাদের রাজ্য সরকারগুলি কি এমন নীতি তৈরি করতে পারে না যাতে ভারত সর্বাধিক সংখ্যক ডাক্তার তৈরি করতে পারে,” বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Russia Ukraine War: "ইউক্রেনে যারা পড়তে যায় অধিকাংশই ভারতে ফেল করে" মন্তব্যের জেরে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement