প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পথে আরএসএস, দাবি শিবসেনার

Last Updated:

প্রণব মুখোপাধ্যায়কেই পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চায় আরএসএস ! শিবসেনা সাংসদের এহেন মন্তব্যেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে ৷

#নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়কেই পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চায় আরএসএস ! এমন একটি বিষয় এর আগেও যে শোনা যায়নি এমনটা নয় ৷ কিন্তু শিবসেনা সাংসদের এহেন মন্তব্যেই সেই সম্ভাবনা যেন আরও প্রকট হল ৷  ২০১৯ সালে মোদি ব্যর্থ হলে, প্রাক্তন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভেবেই কি প্ল্যান বি সাজাচ্ছে সংঘ পরিবার ? তেমনই সন্দেহ এনডিএ  শরিক শিবসেনার।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় ! এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ দিন গড়ালেও জল্পনা কিন্তু অব্যাহত ৷ প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণ ঠিক কি হতে পারে ? তা খুঁজতে আটঘাঁট বেঁধে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি ৷
advertisement
advertisement
কেউ বলছেন বিরোধী দলগুলিকে বেকায়দায় ফেলতেই এটা আরএসএসের চাল হতে পারে ৷ আবার কারোওর দাবি, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্যে দিয়েই কংগ্রেসকে কোনও বার্তা দিতে চান প্রণববাবু ৷ তবে, এই ঘটনাকে কেন্দ্র করে শিবসেনার দাবি সমস্ত জল্পনাকে উস্কে দিয়েছে ৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়কেই তুলে ধরতে চাইছে সংঘ ৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের এই দাবিই জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে ৷
advertisement
জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত জানিয়েছেন,
আসন্ন লোকসভা নির্বাচনে কম করে হলেও ১১০ টি আসনে হারবে বিজেপি ৷ যার জেরে জাতীয় রাজনীতিতে নিজেদের ক্ষমতা বজায় রাখতে আরএসএস প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছেন ৷
advertisement
advertisement
ঘটনা হল, দুঁদে রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় কেন আচমকা আরএসএসের অনুষ্ঠানে গেলেন ? যার সঠিক উত্তর এখনও মেলেনি ৷ এমনকী, অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরএসএসের সুরে একটিও কথা বলেননি প্রাক্তন রাষ্ট্রপতি ৷ যা নিয়ে রহস্য আরও বেড়েছে ৷ অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরেও ক্ষোভ জন্মেছে ৷ যদিও কোনও কংগ্রেস নেতা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এখনও অবধি ৷ যার জেরে গান্ধী পরিবারের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক যে পুরোপুরি চিড় ধরবে ৷ সেটি একেবারেই নিশ্চিত ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পথে আরএসএস, দাবি শিবসেনার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement