#নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়কেই পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চায় আরএসএস ! এমন একটি বিষয় এর আগেও যে শোনা যায়নি এমনটা নয় ৷ কিন্তু শিবসেনা সাংসদের এহেন মন্তব্যেই সেই সম্ভাবনা যেন আরও প্রকট হল ৷ ২০১৯ সালে মোদি ব্যর্থ হলে, প্রাক্তন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভেবেই কি প্ল্যান বি সাজাচ্ছে সংঘ পরিবার ? তেমনই সন্দেহ এনডিএ শরিক শিবসেনার।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় ! এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ দিন গড়ালেও জল্পনা কিন্তু অব্যাহত ৷ প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণ ঠিক কি হতে পারে ? তা খুঁজতে আটঘাঁট বেঁধে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি ৷
আরও পড়ুন: চিনে প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন চিনা রাষ্ট্রপতি শি জিংপিং
কেউ বলছেন বিরোধী দলগুলিকে বেকায়দায় ফেলতেই এটা আরএসএসের চাল হতে পারে ৷ আবার কারোওর দাবি, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্যে দিয়েই কংগ্রেসকে কোনও বার্তা দিতে চান প্রণববাবু ৷ তবে, এই ঘটনাকে কেন্দ্র করে শিবসেনার দাবি সমস্ত জল্পনাকে উস্কে দিয়েছে ৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়কেই তুলে ধরতে চাইছে সংঘ ৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের এই দাবিই জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে ৷
আরও পড়ুন: রাহুলকে ‘বাবুয়া’ সম্বোধন অমিত শাহের, বিজেপি সৌভাগ্যবান এমন বিরোধী পেয়ে
জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত জানিয়েছেন,
We feel RSS is preparing itself for a situation where it might put forth Pranab Mukherjee ji as PM name if BJP fails to get required numbers, in any case BJP will lose a minimum of 110 seats this time: Sanjay Raut,Shiv Sena pic.twitter.com/y36dsakELo
— ANI (@ANI) June 10, 2018
ঘটনা হল, দুঁদে রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় কেন আচমকা আরএসএসের অনুষ্ঠানে গেলেন ? যার সঠিক উত্তর এখনও মেলেনি ৷ এমনকী, অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরএসএসের সুরে একটিও কথা বলেননি প্রাক্তন রাষ্ট্রপতি ৷ যা নিয়ে রহস্য আরও বেড়েছে ৷ অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরেও ক্ষোভ জন্মেছে ৷ যদিও কোনও কংগ্রেস নেতা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এখনও অবধি ৷ যার জেরে গান্ধী পরিবারের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক যে পুরোপুরি চিড় ধরবে ৷ সেটি একেবারেই নিশ্চিত ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, Pranab Mukejri, RSS, Sanjay Raut, Shiv Sena