কংগ্রেসকে বিরোধী পেয়ে সৌভাগ্যবান বিজেপি, দাবি অমিত শাহের

Last Updated:

একের পর লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী অবস্থা বিজেপির ৷ কিন্তু এরপরেও রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত ৷

#নয়াদিল্লি: ‘পাপ্পু’-র পর এবার ‘বাবুয়া’!
একের পর লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী অবস্থা বিজেপির ৷ কিন্তু এরপরেও রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত ৷ ‘পাপ্পু’ ছেড়ে এবার ‘বাবুয়া’ নামে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন অমিত শাহ ৷ শুধু তাই নয় ৷ একইসঙ্গে অমিত শাহ বলেন, বিরোধী দল হিসেবে কংগ্রেসকে পেয়ে যথেষ্ট খুশি বিজেপি ৷
advertisement
advertisement
জয়পুরের একটি জনসভায় বক্তৃতা রাখতে গিয়েই কংগ্রেসকে কটাক্ষ করেন অমিত শাহ ৷ তাঁর কাছে রাহুল এখন নেহাতই শিশু ৷ রাজনীতির জটিল প্যাঁচ তাঁর বোঝার বাইরে ৷ সেই কারণেই ‘বাবুয়া’ নামে রাহুলকে কটাক্ষ করে অমিত বলেন, গত কয়েক দশক ধরে কংগ্রেস দেশে শাসন চালিয়েছে ৷ শুধু তিন জেনারেশনের নাম ভারিয়ে এবং তাদের কাজের উদাহরণ তুলে ধরেই নিজেকে নেতা ভাবছেন তিনি ৷
advertisement
অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘আরে বাবুয়া, আমাকে বল ভাই গত ৭০ বছরে তুমি দেশের জন্য কি করেছ ? তোমার আগের জেনারেশন করেছে যা করার দেশের জন্য ৷ আর তারা যদি সবই করে যেত তাহলে আমাদের কি আর ঘরে ঘরে টয়লেট তৈরি করার দায়িত্ব নিতে হত ? কিংবা ঘরে মায়েদের কাছে সিলিন্ডার পৌঁছে দিতে হত ?’
advertisement
একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে হার নিয়েও এদিন মুখ খুলেছেন অমিত শাহ ৷ বলেন, ‘আমরা আটটি উপনির্বাচনে হেরেছি ঠিকই ৷ কিন্তু ১৪টি রাজ্য আমরা তাদের(কংগ্রেস) থেকে কেড়ে নিয়েছি ৷’ একইসঙ্গে বিরোধী দল হিসেবে কংগ্রেসকে পেয়েও যথেষ্ট খুশি অমিত ৷ রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বেশিরভাগ রাজ্যেই বিজেপি ক্ষমতায় ৷ সেখানে মাত্র এই ক’টা উপনির্বাচনে জিতেই এত খুশি কংগ্রেস ?’
advertisement
শুধু রাহুল গান্ধীকে পর্যদস্তু করাই নয় ৷ এদিনের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করলেন অমিত ৷ বলেন, ‘দেশের সবথেকে জনপ্রিয় নেতা মোদি ৷ তাঁর অধীনে কাজ করার বিষয়টাই আলাদা ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসকে বিরোধী পেয়ে সৌভাগ্যবান বিজেপি, দাবি অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement