চিনে প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন চিনা রাষ্ট্রপতি শি জিংপিং
Last Updated:
সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁকে স্বাগত জানালেন চিনের রাষ্ট্রপতি শি জিংপিং৷ চিনে চলতে থাকা এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে৷
#সাংহাই: সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁকে স্বাগত জানালেন চিনের রাষ্ট্রপতি শি জিংপিং৷ চিনে চলতে থাকা এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই ভারতের সঙ্গে ২টি মোউ সাক্ষরিত হয়েছে চিনের৷
২০২০র মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির দিকেও এগোচ্ছে ভারত ও চিন৷ মুম্বইয়ে চিনের জাতীয় ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব চায়নাকে কাজ শুরু করার অনুমতি দিয়েছে ভারত৷ শীঘ্রই তারা কাজ শুরু করবে৷ অন্যদিকে চিনে কৃষিপণ্যে রপ্তানি বৃদ্ধির পথেও হাঁটতে চলেছে নয়াদিল্লি৷ এই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে৷ ডোকালম বিতর্ক দূরে সরিয়ে ভারত-চিন দ্বিপাক্ষিত সম্পর্ক মশৃণ করতে তৎপর দুই রাষ্ট্রপ্রধানই৷
advertisement
advertisement
President Xi Jinping welcomes PM @narendramodi to the SCO Summit in Qingdao, China. pic.twitter.com/u14AabhGlS
— PMO India (@PMOIndia) June 10, 2018
গতবছর থেকে পূর্ণ সদস্য হিসেবে সাংহাই করপোরেশন অর্গানাইজেনে যোগদান করছে ভারত৷ ইরানের সঙ্গে পরমানু চুক্তির ভবিষ্যৎ, রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্কের মত বিষয়গুলো উঠতে পারে এই বৈঠকে৷
advertisement
With leaders of other SCO nations. This platform gives India immense opportunities to enhance friendship with Central Asian nations. pic.twitter.com/XR5tbtUULK — PMO India (@PMOIndia) June 10, 2018
Location :
First Published :
June 10, 2018 9:20 AM IST