Central to Aid Tripura: বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে ৪০ কোটি টাকা সাহায্য ত্রিপুরাকে!

Last Updated:

রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ত্রাণ কার্য সম্পাদনে ৪০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ত্রাণ সংগ্রহে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মাণিক সাহার।  

কলকাতা:  রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ত্রাণ কার্য সম্পাদনে ৪০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। একটানা ভারী বর্ষণে রাজ্যে উদ্ভুত বন্যা পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও নিজে সার্বিক বন্যা পরিস্থিতি মনিটরিং করে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি সম্পর্কে আপডেট করে গিয়েছেন।
advertisement
advertisement
এই অবস্থায় এবার রাজ্যে উদ্ভুত বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রান কার্য সম্পাদন করতে এসডিআরএফ খাতে কেন্দ্রীয় সহায়তার অগ্রিম ৪০ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি কেন্দ্রের নির্দেশে ১১টি এনডিআরএফ টিম, সেনাবাহিনীর ৩টি কলাম, এয়ারফোর্সের ৪টি হেলিকপ্টার ইতিমধ্যেই রাজ্যের ত্রান ও উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে।
আর এই সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে রাজ্য সরকারের সাথে ক্রমাগত সমন্বয় সাধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।  এই নিরলস আন্তরিক প্রয়াসের জন্য আজ রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বন্যা ত্রাণে গতি এসেছে।
advertisement
বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে বন্যা ত্রাণে গতি আসছে। মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন সহৃদয় ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থা, সামাজিক সংস্থা ও সংগঠন।
advertisement
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আজ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন (টিসিএ) এবং জি গ্রুপ এর পক্ষ থেকে যথাক্রমে ১০,০০,০০০ টাকা  ও ২,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সৃষ্ট বন্যা পরিস্থিতির দ্রুত নিরসনে সচেষ্ট রয়েছে সকল অংশের নাগরিকগন। কায়িক শ্রমের পাশাপাশি আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে বহু সংস্থা।  ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন, এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস এবং ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল থেকে যথাক্রমে ৫,০০০,০০ টাকা, ২৫,০০১ টাকা ও ৫১,০০০ টাকা অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করা হয়। আর এই মানবিক উদ্যোগের জন্য তাদের সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Central to Aid Tripura: বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে ৪০ কোটি টাকা সাহায্য ত্রিপুরাকে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement