রেলওয়ে সিকিউরিটি কংগ্রেস শুরু জয়পুরে, ভিডিওতে বিশেষ বার্তা অশ্বিনী বৈষ্ণবের
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
International Union of Railways’ World Security Congress in Jaipur: অশ্বিনী বৈষ্ণব অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ও বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্কের দেশে তাঁদের স্বাগতম জানান।
কলকাতা: ২১ ফেব্রুয়ারি থেকে জয়পুরে শুরু হয়েছে ১৮তম ইউআইসি ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব রেলওয়ে (ইউআইসি), প্যারিস এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর দ্বারা যৌথভাবে তিনদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল তথা ইউআইসি-এর সিকিউরিটি প্ল্যাটফর্মের চেয়ারম্যান মি. সঞ্জয় চন্দার স্বাগত ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
স্বাগত ভাষণের সময় তিনি কংগ্রেসের গুরুত্ব এবং রেলওয়ে সিকিউরিটি স্ট্র্যাটেজি: রেসপন্সেস অ্যান্ড ভিজন ফর ফিউচার শীর্ষক থিমের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন। বিশ্ব সিকিউরিটি কংগ্রেস হল বিশ্বজুড়ে স্বীকৃত সিকিউরিটি প্ল্যাটফর্ম, যারা রেলওয়ে খণ্ডের বর্তমান নিরাপত্তাজনিত প্রত্যাহ্বান ও উদ্ভাবনীমূলক সমাধান সম্পর্কে আলোচনা করতে রেলওয়ে সংস্থার সদস্য, ইউআইসি-এর প্রতিনিধি, নীতি নির্ধারক, রাষ্ট্রীয় নীতির আইন প্রয়োগকারী সংস্থার বরিষ্ঠ কর্মী এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে একত্রিত করেছে। কেন্দ্রীয় রেলওয়ে, কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ও বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্কের দেশে তাঁদের স্বাগতম জানান। তিনি বলেন যে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও অধিক সুরক্ষিত রেলওয়ে খণ্ড তৈরি করতে একত্রে কীভাবে কাজ করা যায় তা প্রদর্শনের চমৎকার সুযোগ হলে এই অনুষ্ঠান। রেলওয়ে বোর্ডের সিইও তথা চেয়ারম্যান শ্রী এ. কে. লাহোটি ভার্চুয়াল ভাষণে বলেন যে ভারতীয় রেলওয়ের পণ্যবাহী, যাত্রী ও সম্পদের নিরাপত্তা রেলওয়ে সুরক্ষা বাহিনী ব্যতিক্রমীভাবে করেছে, যার মধ্যে ভারতীয় রেলওয়ের মতোই পুরোনো একটি উত্তরসূরী রয়েছে।
advertisement
নতুন অংশীদারিত্ব গঠনের জন্য ধারণা ও সর্বোত্তম অনুশীলনের বিনিময়ের জন্য ইউআইসি ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস কেমনভাবে একটি অমূল্য প্ল্যাটফর্ম প্রদান করে তার উপর তিনি আলোকপাত করেন। অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করেন নোবেল শান্তি পুরস্কার জয়ী শ্রী কৈলাশ সত্যার্থী, তিনি শিশু-অনুকূল নীতি বিকাশের জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি উদ্যোগী সদস্যদের আরও দায়িত্বশীল ও উদ্ভাবনীমূলক অংশীদারিত্বতে উন্মুক্ত হওয়ারও আহ্বান জানান। তিনি শিশু পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আন্তঃসরকারি সংস্থাগুলিকে ব্যবসায়িক এজেন্ডার ঊর্ধে উঠে একত্রিতভাবে লড়াই করার উপর গুরুত্ব প্রদান করেন।অনুষ্ঠানে আরপিএফ-এর একটি বিশেষ ইউআইসি জার্নেল-এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। আরপিএফ-এর এই বিশেষ সংস্করণে ভারতীয় ও আন্তর্জাতিক পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির নেতৃস্থানীয় পেশাদার, অসামরিক প্রশাসন ও উদ্যোগী বিশেষজ্ঞ হিসেবে কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন বরিষ্ঠ আধিকারিকদের প্রবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
advertisement
১৯২২ সালে প্রতিষ্ঠিত ইউআইসি অথবা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব রেলওয়ের মুখ্য কার্যালয় প্যারিসে। এটি হল রেল পরিবহণের গবেষণা, উন্নয়ন ও প্রচারের জন্য বিশ্বব্যাপী রেলওয়ে খণ্ডের প্রতিনিধিত্বকারী পেশাদার ব্যক্তিদের সংস্থা। ইউআইসি-এর সিকিউরিটি প্ল্যাটফর্মকে বিশ্ব রেলওয়ে খণ্ড সম্পর্কিত ব্যক্তি, সম্পদ ও স্থাপনার নিরাপত্তার পক্ষে বিশ্লেষণ ও নীতিগত স্থিতিগুলি বিকাশ ও প্রণয়নের অধিকার প্রদান করা হয়েছে।ভারতে রেলওয়ে নিরাপত্তার ক্ষেত্রে প্রধান সুরক্ষা এবং আইন-প্রয়োগকারী সংস্থা হলো আরপিএফ। ১৯৫৭ সালে একটি ফেডারেল ফোর্স হিসেবে গঠিত আরপিএফ রেলওয়ে সম্পত্তি, যাত্রী ও যাত্রী অঞ্চলের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। আরপিএফ কর্মীরা দেশের সেবা করছেন এবং তাঁরা ‘সেবার প্রতিশ্রুতি’তে ‘সেবা হি সংকল্প’ ট্যাগলাইনে সংগঠিত হওয়া দায়িত্বের জন্য অতিরিক্ত মাইলেও যেতে পারেন। বর্তমানে আরপিএফ রেলওয়ের ব্যবহারকারী এবং এর স্টেকহোল্ডারদের গতিশীল নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত।এছাড়াও আরপিএফ গ্রাউন্ড-জিরো লেভেলে সাধারণ প্রয়োজনে উপযুক্ত উদ্ভাবনীমূলক সমাধানও বাস্তবায়িত করেছে। অধিক সংখ্যক মহিলা কর্মী নিয়ে ভারতের ফেডারেল ফোর্স হওয়ার গৌরব অর্জন করেছে আরপিএফ।
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 11:16 AM IST