Gurugram Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মেঝে! গুরুগ্রামের বহুতলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১

Last Updated:

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে গুরুগ্রামের সেক্টর ১০৯-এর চিন্টেলস হাউসিং কমপ্লেক্স-এ৷ ওই বহুতলের সাত তলায় নির্মাণ কাজ চলাকালীনই ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ (Gurugram Building Collapse)৷

গুরুগ্রামের এই বহুতলেই দুর্ঘটনা ঘটে৷
গুরুগ্রামের এই বহুতলেই দুর্ঘটনা ঘটে৷
#গুরুগ্রাম: গুরুগ্রামের একটি হাউজিং কমপ্লেক্সের (Gurugram Building Collapse) ভিতরে থাকা বহুতলের ছাদের একাংশ ভেঙে পড়ে মৃ্ত্যু হল একজনের৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন আরও দু' জন৷ রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ তবে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা দু' জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা সকাল পর্যন্ত স্পষ্ট নয়৷
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে গুরুগ্রামের সেক্টর ১০৯-এর চিন্টেলস হাউসিং কমপ্লেক্স-এ৷ ওই বহুতলের সাত তলায় নির্মাণ কাজ চলাকালীনই ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ৷
advertisement
advertisement
আবাসনের ডি টাওয়ারে এই দুর্ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, সাত তলার একটি বহুতলের লিভিং রুমের ছাদ প্রথমে ভেঙে পড়ে৷ যার জেরে তার নীচের তলার ছাদ এবং মেঝেগুলিও পর পর ভেঙে পড়তে থাকে৷
advertisement
ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে ছয় থেকে সাত জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল৷ পরে অবশ্য পুলিশের তরফে জানানো হয়, সবমিলিয়ে তিনজন ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে৷
advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত মহিলা বহুতলটির তিন তলার বাসিন্দা ছিলেন৷ রাতেই তাঁর দেহ উদ্ধার করা হয়৷ এর পাশাপাশি দোতলার বাসিন্দা এক পুরুষ এবং মহিলাও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন৷
advertisement
ঘটনার পরই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার ট্যুইট করে জানান, তিনি নিজে উদ্ধারকাজের তদারকি করছেন৷ স্থানীয় বিধায়কও জানিয়েছেন, ওই আবাসনের নির্মাণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷
ট্যুইটারে খাট্টার লেখেন, 'এনডিআরএফ এবং এসডিআরএফ-এর বাহিনী প্যারাডিসো হাইসিং কমপ্লেক্সে উদ্ধার কাজ চালাচ্ছে৷ আমি ব্যক্তিগত ভাবে উদ্ধারকাজে নজর রাখছি এবং প্রত্যেকের সুস্থ থাকার জন্য প্রার্থনা করছি৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মেঝে! গুরুগ্রামের বহুতলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement