Indian Army: পাহাড়ের খাঁজে আটকে ৪৫ ঘণ্টা, মৃত্যুমুখ থেকে যুবককে বাঁচাল কে? জানলে গর্ব হবে...

Last Updated:

Indian Army: এত দীর্ঘ সময় খাওয়াদাওয়া ছাড়া থাকলেও এবং প্রায় মৃত্যুমুখে আটকে থাকলেও বড় কোনও চোট-আঘাত লাগেনি ওই পর্বতারোহীর। ঘটনাটি কেরালার পালাক্কড় জেলার কুরুমবাচি পাহাড়ের।

কেরালায় যা ঘটল...
কেরালায় যা ঘটল...
#কেরল: ফের আম জনতার জীবন বাঁচাল ভারতীয় সেনা। কেরলে পাহাড়ের খাঁজে আটকে পড়েছিলেন এক পর্বতারোহী। প্রায় ৪৫ ঘণ্টা যমে-মানুষে টানাটানির পর তাঁকে উদ্ধার করল ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তবে, এত দীর্ঘ সময় খাওয়াদাওয়া ছাড়া থাকলেও এবং প্রায় মৃত্যুমুখে আটকে থাকলেও বড় কোনও চোট-আঘাত লাগেনি ওই পর্বতারোহীর। ঘটনাটি কেরালার পালাক্কড় জেলার কুরুমবাচি পাহাড়ের।
মালামপুঝার চেরাডের বাসিন্দা আর বাবু গত সোমবার থেকে কুরুমবাচি পাহাড়ের একটি গর্তে আটকে পড়েছিলেন। মাত্র ২৩ বছরের ওই যুবক যে গর্তে আটকে ছিলেন, তা এতটাই ছোটো ছিল যে তিনি ঠিকভাবে নড়াচড়াও করতে পারেননি। দড়ি, লাঠি এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে তাঁর বন্ধুরা প্রথমে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি।
advertisement
advertisement
এরপরই খবর দেওয়া হয় মালামপুঝা পুলিশকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, সঙ্গে ছিল দমকল। কিন্তু আলোর অভাবে সেই সময় কাজ শুরু করা যায়নি। মঙ্গলবার সকালেও ওই যুবকের কাছে পৌঁছানো যায়নি। এরপর যুবকের অবস্থান চিহ্নিত করতে ড্রোন ওড়ানো হয়। এরপর কোচি থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার নিয়ে আসা হয়। কিন্তু তাঁরাও ওই যুবকের কাছে পৌঁছতে পারেননি।
advertisement
এরপরই ভারতীয় সেনার দুটি দলকে সেখানে পাঠানো হয়। তাতে ওয়েলিংটনের মাদ্রাস রেজিমেন্ট সেন্টারের ১২ জন আধিকারিক ছিলেন। সেই দলে ছিলেন পর্বত বিশেষজ্ঞও। প্রয়োজনীয় যন্ত্রপাতিও সঙ্গে রাখা হয়েছিল। বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারের আগেই অবশ্য ওই পর্বতরোহীর কাছে জল, খাবার পাঠানো হয়েছিল। এরপর ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁর হাঁটুতে সামান্য চোট লেগেছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Army: পাহাড়ের খাঁজে আটকে ৪৫ ঘণ্টা, মৃত্যুমুখ থেকে যুবককে বাঁচাল কে? জানলে গর্ব হবে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement