জাল পাসপোর্ট-সহ প্যারাগুয়েতে গ্রেফতার ব্রাজিলীয় মহাতারকা রোনাল্ডিনহো !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তাঁর সঙ্গে ছিলেন ভাই রোবের্তো ৷ প্যারাগুয়ের রাজধানী আসানসিয়ানে গ্রেফতার করা হয় দু’জনকেই ৷
#আসানসিয়ান: ব্রাজিলের মহাতারকা ফুটবলার গ্রেফতার ! জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢুকতে যাওয়ার সময়েই ধরা পড়লেন রোনাল্ডিনহো ৷ প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডিনহো অবশ্য একা ছিলেন না ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাই রোবের্তোও ৷ প্যারাগুয়ের রাজধানী আসানসিয়ানে গ্রেফতার করা হয় দু’জনকে ৷
পুলিশের তরফে বলা হয়েছে, রোনাল্ডিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল ৷ যে অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, রোনাল্ডিনহোর পাসপোর্টে তাঁর নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও তাঁর নাগরিকত্ব লেখা রয়েছে প্যারাগুয়ে।
প্রাক্তন বার্সেলোনা তারকার এখন সময়টা একেবারেই ঠিক যাচ্ছে না ৷ এর আগেও নানাবিধ অবৈধ কাজে জড়ানোর অভিযোগ উঠেছিল রোনাল্ডিনহোর বিরুদ্ধে ৷ এবার গ্রেফতার হলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের নায়ক ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2020 6:04 PM IST