Punjab News: থানার মধ্যে রকেট লঞ্চার! জঙ্গি যোগ? হাড়হিম কাণ্ড পঞ্জাবে!

Last Updated:

Punjab News: এই বিস্ফোরণের সঙ্গে কোনওরকম জঙ্গি যোগ আছে তা খতিয়ে দেখতেই থানার বিস্ফোরণস্থলে যান তদন্তকারীরা।

পঞ্জাবের থানায় এ কী দৃশ্য!
পঞ্জাবের থানায় এ কী দৃশ্য!
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: পঞ্জাবের তরণতারণের সরহালি থানায় গ্রেনেড হামলার ঘটনায় থানায় এসএইচওকে অপসারণ করল প্রশাসন। প্রকাশ সিং কে সরিয়ে দায়িত্ত্ব দেওয়া হয়েছে সুখবীর সিং কে। আজ বিস্ফোরণ স্থলে গিয়ে ঘটনার তদন্ত করে বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। গতকাল রাতে সরহালি কালান থানায় গিয়ে তদন্ত করেন এনআইএ আধিকারিকরা। এই বিস্ফোরণের সঙ্গে কোনওরকম জঙ্গি যোগ আছে তা খতিয়ে দেখতেই থানার বিস্ফোরণস্থলে যান তদন্তকারীরা।
গতকাল প্রাথমিক তদন্তের পর তরণতারণের এস এস পি গুরমিত সিং চৌহান জানান, তদন্তের প্রাথমিক পর্যায়ে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেছে শিখ জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস। সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং ঘটনার পুনঃনির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।
advertisement
advertisement
পঞ্জাবের এই সরহালি থানা পাক সীমান্ত লাগোয়া তরন তরন জেলায় অবস্থিত। কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। তবে এই হামলার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
রকেট হামলায় থানার শুধুমাত্র কাচের একটি দরজা ভেঙে গিয়েছে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছে পঞ্জাব পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই হামলায় থানার কাছে থাকা একটি সার্ভিস সেন্টারও সামান্য় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৯ মে মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরেও একই ভাবে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ওই হামলার ঘটনায় অন্য়তম অভিযুক্ত চরৎ সিংকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। সে কানাডা প্রবাসী জঙ্গি লখবির সিং লান্ডার অন্য়তম সহযোগী বলে দাবি করেছিলেন পঞ্জাব পুলিশের ডিজি।
advertisement
এই সপ্তাহের শুরুতেই দিল্লি পুলিশ মোহালি হামলার মূল মাথা লখবির সিং লান্ডাকে গ্রেফতার করে। লখবির সিং লান্ডা এবং চরৎ সিং, এই দু' জনেই পঞ্জাবের তর তরন জেলার বাসিন্দা। ২০১৭ সালে কানাডায় চলে গিয়েছিল লখবির সিং।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab News: থানার মধ্যে রকেট লঞ্চার! জঙ্গি যোগ? হাড়হিম কাণ্ড পঞ্জাবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement