Robbery News: দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা!

Last Updated:

Robbery News: দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা৷ তদন্ত চালাচ্ছে পুলিশ, এখনও গ্রেফতার করা হয়নি কাউকে৷

দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা
দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা
পিচি: কেরলে দিন দুপুরে ভয়ঙ্কর ডাকাতি৷ কোটি কোটি টাকা তো বটেই, আড়াই কেজির উপর সোনা নিয়ে পালালো দুষ্কৃতিরা৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর৷ কেরলের পিচিতে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল কয়েক কোটি টাকা, এবং বেশ কয়েক কেজি সোনার গয়না৷ একটি গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় গোটা ঘটনাটি পরিষ্কার দেখা গিয়েছে৷ ফাঁকা রাস্তায় একের পর এক গাড়ি সজোড়ে চলে যাচ্ছিল৷ এর মধ্যেই দেখা যায়, একটি গাড়িকে বেশ কয়েকটি গাড়ি মিলে তাড়া করছে৷ কিছু দূর এগোনোর পর রাস্তায় জ্যাম লেগে যায়৷ একটু এগোতেই দেখা যায়, দুস্কৃতিরা রীতিমতো লুঠ করছে গাড়িটিকে৷
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছে? ক্যামেরায় দেখা গিয়েছে, লুঠ করতে অভিনব এক পদ্ধতি নিয়েছিল দুষ্কৃতিরা৷ সোনা, টাকা ভর্তি গাড়িটিকে প্রথমে তিনটি এসইউভি গাড়ি ঘরে ফেলে৷ এমনভাবে সেগুলি রাখা হয়, যাতে নির্দিষ্ট গাড়িটি আর সেখান থেকে বের হতে না পারে৷ এরপর গাড়ির মধ্যে থাকা দুজনকে বেধরক পেটানো হয়৷ তারপর সোনা গয়ন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা৷
advertisement
জানা গিয়েছে, দুষ্কৃতিদের দলে প্রায় ১২ জন সদস্য ছিলেন৷ পুলিশের কাছে ভারতীয় ন্যায় সংহিতার নিয়ম অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে৷ দুষ্কৃতিদের একজনকেও এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
যে দুই ব্যক্তিকে প্রবল মারধর করা হয়েছে, তাঁদের নাম জানা গিয়েছে৷ অরুণ সানি এবং রোজি থমাস৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, যে পরিমাণ সোনা দুষ্কৃতিরা লুঠ করেছে তার মূল্য দেড় কোটি টাকারও বেশি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Robbery News: দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement