Kerala TC News: স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক, ১৭ জন পড়ুয়াকে টিসি! জানতেই পারল না প্রিন্সিপাল

Last Updated:

Kerala TC News: স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক৷ স্কুলের ১৭ জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দিল স্কুল! জানতেই পারল না স্কুলের প্রিন্সিপাল৷

স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক, ১৭ জন পড়ুয়াকে টিসি! জানতেই পারল না প্রিন্সিপাল
স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক, ১৭ জন পড়ুয়াকে টিসি! জানতেই পারল না প্রিন্সিপাল
মালাপুরম: কেরলের এক স্কুলে অদ্ভুত এক ঘটনা ঘটল৷ একাধিক পড়ুয়াকে দেওয়া হল টিসি (ট্রান্সফার সার্টিফিকেট)৷ অথচ স্কুলের কেউ ব্যাপারটা জানতেই পারল না৷ অন্ধকারে থেকে গিয়েছিলেন স্কুলের প্রিন্সিপালও৷
জানা গিয়েছে, বিদ্যালয়ের নাম কেলাপন মেমোরিয়াল গভার্নমেন্ট ভোকেসনাল হায়ার সেকেন্ডারি স্কুল৷ এটি মালাপুরম জেলার তাভানুরে অবস্থিত৷ সেখানে ১৭ জন পড়ুয়া একসঙ্গে একইদিনে ট্রান্সফার সার্টিফিকেট পান৷ খুব স্বাভাবিকভাবেই ঘটনায় অবাক হয়ে যায় সবাই৷ পরে জানা গেল রাজ্য শিক্ষা দপ্তরের ওয়েবসাইটটাই না কি হ্যাক হয়ে গিয়েছিল৷
advertisement
advertisement
যে পড়ুুয়ারা টিসি পেয়েছেন, তারা একবছর আগেই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলেন৷ গোটা ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷
ব্যাপারটা প্রকাশ্যে আসল কী করে? জানা গিয়েছে hscap.kerala.gov.in ওয়েবসাইটের ভিতরে ঢুকেই হ্যাকাররা কান্ডটি ঘটিয়েছে৷ সেখান থেকে পড়ুয়াদের টিসি দেওয়া হয়৷ প্রথম বর্ষের পরীক্ষার সময় রোল নম্বর মেলাতে গিয়েই ব্যাপারটা প্রথমে বঝতে পারেন প্রিন্সিপাল৷
advertisement
অধ্যক্ষের অজান্তেই বাণিজ্য বিভাগে তিনজন, মানবিক বিভাগে দুইজন এবং বিজ্ঞান বিভাগে ১২ জন শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে। সাধারণত, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রিন্সিপালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে TC দেওয়া হয়। কোন কম্পিউটার থেকে লগইন করা হয়েছে তা জানতে সাইবার সেলের সহায়তা নিয়েছে পুলিশ।
advertisement
অধ্যক্ষ ছাড়াও, অন্য দুই ব্যক্তি লগইন করতে ব্যবহৃত ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কে সচেতন। স্কুলের বাইরের কেউ লগইন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কোনও কারণ ছাড়াই টিসি৷ স্বাভাবিকভাবেই পড়ুয়ারা চরম উৎকন্ঠায় ছিল৷ পরে অবশ্য বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ তারা যেমন পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তেমনই চালিয়ে যেতে পারবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala TC News: স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক, ১৭ জন পড়ুয়াকে টিসি! জানতেই পারল না প্রিন্সিপাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement