শীঘ্রই রাস্তা ও হাইওয়েতে টোল প্লাজা বন্ধ হতে চলেছে, জানালেন নিতিন গড়কড়ি

Last Updated:

মোটর স্ক্র্যাপিং নীতির কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী বলেন যে, সুরক্ষা হোক বা দূষণ বা অর্থনৈতিক দিক থেকে পুরানো যানবাহনের কোনও মান নেই৷

#নয়াদিল্লি: এক বছরের মধ্যেই সব রাস্তা ও হাইওয়েতে (roads and highway) উঠে যাবে টোল প্লাজা (toll plaza)৷ ঘোষণা করেছেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)৷ টোল প্লাজার বদলে সরাসরি জিপিএস-এর মাধ্যমে টোলের টাকা কাটা হবে৷ ভেহিক্যাল স্ক্যাপিং পলিসি নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি স্পষ্ট করেন যে, আগামী এক বছরের মধ্যে রাস্তার মাঝের সমস্ত টোল প্লাজা সরিয়ে দেওয়া হবে৷ এর মানে, টোলের টাকা নেওয়া হবে জিপিএস মাধ্যমে৷ গাড়ি প্রতি সরাসরি টোলারে টাকা কেটে নেওয়া হবে৷ অর্থাৎ রাস্তার মাঝে আর দাঁডিয়ে টাকা দিতে সময় নষ্ট হবে না যাত্রীদের৷
মন্ত্রী জানান যে, ৯৩ শতাংষ গাড়ি টোলে টাকা কাটায় ফাস্টট্যাগে মাধ্যমে৷ বাকি ৭ শতাংশ এখনও আগের পদ্ধতিতে টোলে টাকা দেন৷ কারা এইভাবে টোলের টাকা দিচ্ছেন, সেই খোঁজ চালাতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷ কারণ ফাস্টট্যাগ না থাকলে, জিএসটি বা টোলে টাকা না দিয়ে ফাঁকি দিয়ে পালাতে পারে চালক৷ ২০১৬-এ শুরু হয় ফাস্টট্যাগ সিস্টেম৷ যেই গাড়িতে ফাস্টট্যাগ নেই, তার ক্ষেত্রে টোল দ্বিগুণ দিতে হয়৷ এছাড়াও এই বিশেষ নিয়মের মাধ্যমে খুবই নিশ্চিন্তে টোল পার করতে পারেন চালক৷
advertisement
মোটর স্ক্র্যাপিং নীতির কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী বলেন যে, সুরক্ষা হোক বা দূষণ বা অর্থনৈতিক দিক থেকে পুরানো যানবাহনের কোনও মান খুবই কম৷ পুরনো গাড়িতে দূষণের মাত্রা বেড়ে যায় ১০ থেকে ১৫ শতাংশ৷ তাই পেট্রোল-ডিজেল গাড়ির সঙ্গে আগামিদিন বৈদ্যুতিন গাড়ি এবং বাইকের ব্যবহারও পাল্লা দিয়ে বাড়বে বলে আশাবাদি মন্ত্রী৷
advertisement
advertisement
এছাড়া পুরনো গাড়ি স্ক্র্যাপের ফলে ইস্পাতের ব্যবহার বাড়বে৷ যার জেরে যানবাহনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ কমাতে পারে বলে মনে করা হচ্ছে৷ এতে বাড়বে কর্মসংস্থানের সুযোগও৷
কীভাবে হবে এই ভেহিক্যাল স্ক্যাপিং? পুরানো যানবাহনের মালিকদের স্ক্র্যাপিং সেন্টারে একটি শংসাপত্র দেওয়া হবে৷ যারা স্ক্র্যাপ সার্টিফিকেট নিয়ে আসবেন তাদের ৫ শতাংশ ছাড় দেওয়া উচিত। এ বিষয়ে যানবাহন প্রস্তুতকারীদের সঙ্গে কথা হয়েছে বলে জানান গড়কড়ি। বাজেটে অর্থমন্ত্রী যানবাহনের জিএসটি ছাড় দেওয়ার অনুরোধ করেছেন। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
advertisement
তবে ভিনটেজ যানবাহনের জন্য কোনও স্ক্র্যাপিং নীতি থাকবে না বলে স্পষ্ট করেন নিতিন গড়কড়ি৷ তার জন্য থাকবে অন্য নিয়ম, বলছেন তিনি৷ নতুন এই নিয়মে রাস্তার সুরক্ষা আরও ভাল হবে৷ পুরনো গাড়ি স্ক্র্যাপ করে নতুন গাড়ি বাড়লে যানবাহনগুলিতে আরও ভাল প্রযুক্তি আসবে৷ এতে রাস্তায় দূষণ কমবে এবং জ্বালানির ব্যবহারও কমবে৷ নতুন প্রযুক্তিতে তৈরি যানবাহন ৩ থেকে ৬ শতাংশ কম জ্বালানী ব্যয় করে৷
বাংলা খবর/ খবর/দেশ/
শীঘ্রই রাস্তা ও হাইওয়েতে টোল প্লাজা বন্ধ হতে চলেছে, জানালেন নিতিন গড়কড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement