Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা, জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে শেষ শিশুকন্যা-সহ ৬টি তাজা প্রাণ! গুরুতর আহত ৮
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: হিংগতিয়া গ্রামে রাজ্য সড়কে জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে। আহত আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানুন...
সাবরকন্ঠ: গুজরাটের সাবরকন্ঠ জেলার হিম্মতনগরে শনিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন, যাঁদের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে। আহত হয়েছেন আরও আটজন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হিঙ্গতিয়া গ্রামের কাছে রাজ্য সড়কে।
খেরোজ থানার ইনস্পেক্টর এনআর উমাট জানিয়েছেন, একটি জিপ ও একটি রাজ্য পরিবহণ বাসের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা একটি বাইকও দুর্ঘটনার কবলে পড়ে। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষের ভয়ঙ্কর তীব্রতায় বাইকটি জিপে ধাক্কা মারে।
advertisement
advertisement
দুর্ঘটনায় জিপের যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিপটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই সাবরকন্ঠ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বাসটি বানাসকন্ঠ জেলার অম্বাজি থেকে গুজরাটের বড়োদরা দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল জিপটি। দ্রুতগতির কারণে সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
আহতদের দ্রুত হিম্মতনগরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।
আরও পড়ুন: পাকিস্তান থেকে আসা ৪ সন্তানের মা সীমা হায়দারকে মনে আছে! এবার তার কী হবে? কী বলছে আইনজীবী জানুন…
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। তাদের থেকে জানা গিয়েছে, ঘটনাটি যেখানে হয়েছে, সেখানে রাস্তার পাশে প্রচুর পরিমাণে বালি পড়েছিল। তাছাড়া ওই জায়গার রাস্তাও বেশ অসমান। এই বিষয়গুলিও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন।
advertisement
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস ও জিপচালকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
সব ঠিকই চলছিল। কিন্তু মুহূর্তের অসাবধানতায় ঘটে গেল ভয়ঙ্কর বিপদ। খুব স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 9:16 PM IST