Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা! শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়ঙ্কর পরিণতি, বাসের ধাক্কায় শেষ গোটা পরিবার...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: তুবিনাকেরেতে কেএসআরটিসি বাসের ধাক্কায় এক গাড়িতে থাকা একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁরা আত্মীয়ের শ্রাদ্ধে যাচ্ছিলেন...
বেঙ্গালুরু: কর্ণাটকের বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মান্ড্যার কাছে তুবিনাকেরে গ্রামে, যেখানে একটি দ্রুতগতির কেএসআরটিসি (KSRTC) এর একটি বাস একটি প্রাইভেট গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে।
আরও পড়ুন: পরিবারে রোজ অশান্তি, সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত! চার সন্তানকে নিয়েই কুয়ায় ঝাঁপ মা-এর…
মৃত ব্যক্তিরা হলেন সত্যানন্দ রাজে উর্স (৫৯), তাঁর স্ত্রী নিশ্চিতা উর্স (৫১), ভাই চন্দ্রশেখর রাজে উর্স (৬২) ও তাঁর স্ত্রী সুমেদিনী রানী (৫৬)। সত্যানন্দ ছিলেন একজন বৈদ্যুতিক ঠিকাদার এবং চন্দ্রশেখর ছিলেন বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (BESCOM) প্রাক্তন কর্মী।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা মাইসুরুর পেরিয়াপাটনা তালুকের সীগুরু গ্রামে আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছিলেন। পথে টোল এড়াতে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস রোডে উঠতে চেষ্টা করে। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগামী বাসটি ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
advertisement
দুর্ঘটনার পর বাস ও গাড়ির ধ্বংসাবশেষ সরাতে ক্রেন আনতে হয় এবং দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ জানিয়েছে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে এক্সপ্রেসওয়ে-সংলগ্ন সার্ভিস রোডে ট্রাক ও ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 4:55 PM IST