Road Accident in Ara: মর্মান্তিক! মহাকুম্ভ থেকে আর বাড়ি ফেরা হল না পরিবারের, ভয়ঙ্কর দুর্ঘটনায় ছিন্নভিন্ন ৬ শরীর...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident in Ara: মহাকুম্ভ থেকে বাড়ি ফিরছিল পরিবার৷ শেষমেশ তা আর হল না৷ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই গাড়ি৷ মুহূর্তে শেষ ছয় প্রাণ...
আরা: বিহারের আরা জেলায় ভয়ঙ্কর দুর্ঘটনা৷ প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে স্নান করে পাটনা ফিরছিল একটি গাড়ি৷ দ্রুত গতিতে কন্টেনারে ধাক্কা মারে সেটি৷ ঘটনাস্থলেই শেষ একাধিক তরতাজা প্রাণ৷
রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল পুণ্যার্থীদের জুতো, পোশাক৷ গাড়ির ভেতরে তখনও ছিল মিষ্টি এবং সকালের খাবার প্যাকেট৷ সবই প্রমাণ করে দেয়, পরিবারটি মহাকুম্ভ স্নান সেরে আনন্দের সঙ্গে বাড়ি ফিরছিল। কিন্তু তাঁরা কি জানত, এই যাত্রাই তাঁদের শেষ হবে?
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছে? পাটনার জক্কনপুর থানার মাছলি গলির এক পরিবার প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানে গিয়েছিল। স্নান শেষে ফেরার পথে তাঁদের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক কন্টেনারের সঙ্গে ধাক্কা খায় এবং একেবারে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়।
advertisement
দুঃখজনকভাবে, গাড়িতে থাকা ৬ জনই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি সরাসরি কন্টেনারে ঢুকে পড়ে এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রচেষ্টার মাধ্যমে গাড়িতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার শিকার হওয়া পরিবারটি পাটনার বাসিন্দা ছিলেন, এবং তাঁরা মহাকুম্ভ স্নান সেরে ফিরে আসছিলেন। ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 7:14 PM IST