Road Accident: একই দিনে জোড়া দুর্ঘটনা! গাড়ি ট্রাক ভয়ঙ্কর সংঘর্ষে দম্পতি সহ পাঁচজনের মৃত্যু, জানুন পুরোটা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: উজ্জাইনের আগর রোডে তিনজন নিহত হয়েছে, অন্যদিকে রতলামের জাওরা-লেবাদ রোডে দুজন প্রাণ হারিয়েছেন। একই দিনে জোড়া দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যু হয়েছে৷
উজ্জাইন: মধ্যপ্রদেশের রতলাম ও উজ্জাইন জেলায় শনিবার দুটি পৃথক গাড়ি-ট্রাক সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এক মহিলা পুলিশ কনস্টেবল এবং তার স্বামীও ছিলেন, পুলিশ জানিয়েছে।
পুলিশের মতে, উজ্জাইনের আগর রোডে তিনজন নিহত হয়েছে, আর রতলামের জাওরা-লেবাদ রোডে দুজন মারা গেছে। “উজ্জাইনের আগর রোডে পাট গ্রামের কাছে শনিবার সন্ধ্যায় একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন,” মাকদাউন থানার ইনচার্জ প্রদীপ রাজপুত জানিয়েছেন।
advertisement
advertisement
দুর্ঘটনায় জড়িত গাড়িটি রাজস্থান থেকে আসছিল, অন্যদিকে ট্রাকটির নম্বর ছিল হরিয়ানা রেজিস্ট্রেশন, তিনি জানান। নিহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।
রতলামে, এক দম্পতি নিহত হয়েছে এবং তাদের দুই সন্তান আহত হয়েছে, যখন তাদের গাড়ি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। এই ঘটনা দুপুরে জাওরা-লেবাদ রোডে ঘটে বলে বিলপাঙ্ক থানার ইনচার্জ আয়ুব খান জানিয়েছেন।
advertisement
নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের কনস্টেবল ঝন্না গামাদ, যিনি রতলাম শহরের মানক চৌকি থানায় কর্মরত ছিলেন, এবং তার স্বামী, তিনি জানান।
দম্পতির দুই সন্তান সামান্য আঘাত পেয়েছে, বলে পুলিশ জানিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2025 2:19 AM IST

