Accident Cylinder Blast: ভয়ঙ্কর কাণ্ড! গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে জ্বলে গেল দুই মেয়ে, গুরুতর আহত বাবাও...

Last Updated:

Accident Cylinder Blast: গুরুগ্রামের নাহারপুর গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ে নিহত হয়েছে এবং তাদের বাবা গুরুতর আহত হয়েছেন...

ভয়ঙ্কর কাণ্ড! গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে জ্বলে গেল দুই মেয়ে, গুরুতর আহত বাবাও...
ভয়ঙ্কর কাণ্ড! গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে জ্বলে গেল দুই মেয়ে, গুরুতর আহত বাবাও...
গুরুগ্রাম: গুরুগ্রামে ভয়াবহ ঘটনা ঘটেছে। এক বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একই পরিবারের দুই মেয়ে প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের বাবাও।
নিহতদের পরিচয় আলকা (৬) এবং পালক (৮) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বাবা হরেশ্বর গিরি বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পুলিশ সূত্রে জানা গেছে।
advertisement
পুলিশের তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুক্রবার রাত ৮টার দিকে মানেসর থানার অন্তর্গত নাহারপুর গ্রামে গিরির ভাড়া করা ঘরে ঘটে।
advertisement
বিস্ফোরণের সময় গিরি ঘরের ভেতর রান্না করছিলেন, আর তার দুই কন্যা খেলা করছিল। তখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, পুলিশ জানিয়েছে।
আহত তিনজনকেই প্রথমে সেক্টর ১০-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা আলকাকে মৃত ঘোষণা করেন। এরপর গিরি ও তার বড় মেয়ে পালককে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে শনিবার সকালে পালকেরও মৃত্যু হয়, পুলিশ জানিয়েছে।
advertisement
তদন্তকারী কর্মকর্তা এএসআই অজিত কুমার বলেন, “গিরি এখনও জ্ঞান ফেরায়নি এবং তার অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি তদন্ত করছি।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident Cylinder Blast: ভয়ঙ্কর কাণ্ড! গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে জ্বলে গেল দুই মেয়ে, গুরুতর আহত বাবাও...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement