Child Accident: মায়ের সামনে খেলছিল ছোট্ট মেয়ে, জলতেষ্টা পেতেই হাতের সামনে থাকা বোতল মুখে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Child Accident: তামিলনাড়ুর কুড্ডালোরে দেড় বছরের ছোট্ট মেয়ে মৈথিলীর মৃত্যু হয়েছে ডিজেল পান করার কারণে। সে জল ভেবে ডিজেল পান করে ফেলে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
কুড্ডালোর: ছোট শিশুদের নিয়ে এক সাধারণ দুশ্চিন্তা হল যে তারা খেলতে খেলতে অনেক সময় কিছু না কিছু মুখে দিয়ে ফেলে। অধিকাংশ সময় বাবা-মা নজর রাখেন এবং যদি কোনও কিছু মুখে দেয়, তাহলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে নেন। কিন্তু তামিলনাড়ুর কুড্ডালোরে এক শিশু কন্যার বাবা-মা তা করতে পারেননি। বলা ভাল, সুযোগই পাননি। আর এর জেরেই ঘটে গেল ভয়ঙ্কর বিপদ।
কুড্ডালোর জেলার ভাদালুর সংলগ্ন একটি গ্রামে বৃহস্পতিবার এক দেড় বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি জল ভেবে ভুলবশত ডিজেল পান করেছিল।
advertisement
মৃত শিশুটির পরিচয় জানা গেছে—সে হল ভাদালুরের নারিকুরুভার কলোনির বাসিন্দা ২৯ বছর বয়সী এস সূর্য ও তার স্ত্রী স্নেহার মেয়ে মৈথিলী। ৫ ফেব্রুয়ারি, স্নেহা রান্না করছিলেন, তখন শিশুটি রান্নাঘরে তার আশপাশে খেলছিল। খেলার ছলে সে ডিজেল ভর্তি বোতল হাতে পেয়ে জল মনে করে পান করে ফেলে।
advertisement
রান্নাঘরে কাঠ জ্বালানোর জন্য ডিজেল রাখা ছিল। হঠাৎই স্নেহা দেখেন শিশুটির হাতে ডিজেলের বোতল, এরপর তিনি বুঝতে পারেন যে তার মেয়ে ডিজেল পান করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি আত্মীয়দের সহায়তায় শিশুটিকে কুড়িঞ্জিপাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান।
advertisement
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মৈথিলীকে চিদাম্বরমের রাজা মুথাইয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়, এবং শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর, সূর্য ভাদালুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ BNS Act-এর ১৯৪ ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 6:45 PM IST