Road Accident: প্রবল গতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ষাঁড়কে ধাক্কা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মহাকুম্ভ ফেরত যাত্রীবোঝাই বাস, নিহত ২ মহিলা, আহত একাধিক
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ বুধবার সকালে দৌসা জেলায় ন্যাশনাল হাইওয়ে-২১ এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পিপলখেড়া গ্রামের কাছে ভক্তদের ভর্তি একটি বাস উল্টে যায়, ঘটনায় নিহত দুই, আহত একাধিক...
দৌসা: রাজস্থানের দৌসায় জয়পুর-আগ্রা হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানে একটি বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ষাঁড়ের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় ২ জন ভক্তের মৃত্যু হয়েছে। আর ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুত গতিতে আসছিল, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ ষাঁড়ের সাথে ধাক্কা লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
advertisement
advertisement
বুধবার সকালে দৌসা জেলার মধ্য দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ে-২১ এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পিপলখেড়া গ্রামের কাছে ভক্তদের ভর্তি বাসটি উল্টে যায়। প্রয়াগরাজ থেকে হনুমানগড়ের রাওয়াতসর যাচ্ছিল বাসটি, যা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশের তথ্য অনুযায়ী, বালাহেড়ি থানা এলাকার পিপলখেড়া গ্রামের কাছে দ্রুতগতির বাসের সামনে হঠাৎ একটি ষাঁড় চলে আসে৷ আচমকা হওয়া ঘটনায় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ষাঁড়কে বাঁচাতে গিয়ে উল্টে যায় সেটি৷ এই দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন ভক্ত আহত হয়েছেন, এবং দুই মহিলা ভক্তের মৃত্যু হয়েছে।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে মহুয়া এবং বালাজি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। মৃত মহিলা ভক্তদের দেহ মহুয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত আটজন ভক্তকে মহুয়া থেকে দৌসা জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
advertisement
মৃতদের মধ্যে সুন্দর দেবী জাট, বাসিন্দা হরিপুরা হনুমানগড় এবং ভান্বরী দেবী শর্মা, বাসিন্দা হরিসার চুরু রয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
ঘটনাস্থলের কাছের গ্রামের বাসিন্দারা জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে পিপলখেড়া গ্রামের লোকজনের ঘুম ভেঙে যায়। গ্রামবাসীরা দ্রুত হাইওয়ের দিকে ছুটে যায়। ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বাস দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। অন্যদিকে, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় বাসে থাকা ভক্তদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। লোকজন আহত ভক্তদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 3:34 PM IST