Road Accident: ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ! বাড়ি ফেরা হল না ৭ জনের, মৃত এক শিশুও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: গাড়ির যাত্রীরা নামকরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর ডাউন্ডি থেকে গুরেদা ফিরে আসছিলেন। এ সময় ডাউন্ডি থানার চোরহাপড়ায় একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে আঘাত করে...
বালোদ: ছত্তীসগড়ের বালোদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে। আহত ৬ জনের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনাটি ভানুপ্রতাপপুর-দল্লীরাজহরা রাস্তায় আজ সকালে ঘটে। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছিল, বাকি ১ জনের চিকিৎসার সময় মৃত্যু হয়েছে।
ঘটনাটি রবিবার রাতে ঘটে। জানা গিয়েছে যে, ৭ সিটার জায়লো গাড়িতে ১৩ জন যাত্রী ছিল। জেলার ডাউন্ডি থানার অন্তর্গত চোরহাপড়ার কাছে একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, গাড়ির পুরো অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ১৩ জন গাড়ির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টের পর তাদের উদ্ধার করে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়, তাদের মধ্যে ১ জন শিশু, ৪ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিলেন।
advertisement
advertisement
অন্য ৭ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে ডাউন্ডি সোসাইটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থা হওয়ায় তাদের রাজনন্দগাঁও জেলা হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে ১ জন চিকিৎসার সময় মারা গিয়েছেন।
advertisement
জানা গিয়েছে যে, গাড়ির যাত্রীরা নামকরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর ডাউন্ডি থেকে গুরেদা ফিরে আসছিলেন। এ সময় ডাউন্ডি থানার চোরহাপড়ায় একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে আঘাত করে। গাড়িতে থাকা সকল যাত্রী বালোদ, মহাসমুন্দ এবং কাভার্ধা এলাকার বাসিন্দা।
কাবর্ধা জেলার বাহপানি এলাকার বাঞ্জারি ঘাটে ২০ মে একটি ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল। গাড়ি অপ্রত্যাশিতভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে পুরো গ্রাম শোকস্তব্ধ হয়ে ওঠে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি পরিবার ছিল এবং এক পরিবারের স্বামী-স্ত্রী, তিন পরিবারের মা এবং কন্যা এই দুর্ঘটনার শিকার হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 8:04 PM IST