Mobile Phone Blast: বোমের মতো ফাটল মোবাইল! সাত দিন লড়াই-এর পর হেরে গেলেন তরুণী

Last Updated:

Mobile Phone Blast: হিমাচল প্রদেশে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। মোবাইল ফোন বিস্ফোরণে আহত হওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে। তাকে টাণ্ডা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।

বোমের মতো ফাটল মোবাইল! সাত দিন লড়াই-এর পর হেরে গেলেন তরুণী AI Image
বোমের মতো ফাটল মোবাইল! সাত দিন লড়াই-এর পর হেরে গেলেন তরুণী AI Image
চম্বা: মোবাইল বিস্ফোরণের ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। ফের এমনই একটা ঘটনা প্রকাশ্যে৷  মোবাইল বিস্ফোরণে আহত হওয়া এক তরুণীর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। ২০ বছরের কিরণ নামে তরুণী হিমাচল প্রদেশের টাণ্ডা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন, যেখানে রবিবার তার মৃত্যু ঘটে।
সাত দিন ধরে গুরুতর আহত ওই তরুণীর চিকিৎসা চলছিল। রাজ্যে মোবাইল বিস্ফোরণজনিত মৃত্যুর এটি প্রথম ঘটনা। যদিও এর আগেও মোবাইল বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে, কিন্তু ঠিক কোন কোম্পানির ফোন বিস্ফোরিত হয়েছিল, সেই তথ্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘটনাটি হিমাচল প্রদেশের চম্বার ডালহৌজির। ১০ ডিসেম্বর এই ঘটনা ঘটে। ডালহৌজির সালুনি এলাকার বিচুনি গ্রামের ২০ বছরের কিরণ মোবাইল ফোন চার্জে লাগিয়ে ইন্টারনেট চালু করেন এবং কারও সঙ্গে কথা বলছিলেন। সেই সময় আচমকা ফোনটি বোমার মতো বিস্ফোরিত হয় এবং তার কানের কাছে গুরুতর আঘাত লাগে। কিরণের মা চঞ্চল বিস্ফোরণের শব্দ শুনে দোতলায় মেয়ের ঘরে ছুটে গিয়ে হতভম্ব হয়ে পড়েন। মেয়েটির মুখের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল৷
advertisement
মিডিয়া রিপোর্ট অনুসারে, পরিবারের লোকেরা কোনও রকমে আহত কিরণকে সালুনির প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে তাকে চম্বা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং পরে কিরণকে কাংড়ার টাণ্ডা মেডিকেল কলেজে পাঠানো হয়। চম্বা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডঃ বিশাল মহাজন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
advertisement
টাণ্ডা মেডিকেল কলেজে সাত দিন ধরে চিকিৎসাধীন ছিলেন কিরণ। কিন্তু রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবাইল বিস্ফোরণের পর কিরণ এতটাই আহত হয়েছিলেন যে তিনি কোনও বিবৃতিও দেওয়ার অবস্থায় ছিলেন না। তাই কীভাবে মোবাইল বিস্ফোরণ ঘটল এবং এর পিছনের কারণ কী, তা পরিষ্কার হয়নি।
রবিবার টাণ্ডা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবার কিরণের শেষকৃত্য সম্পন্ন করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mobile Phone Blast: বোমের মতো ফাটল মোবাইল! সাত দিন লড়াই-এর পর হেরে গেলেন তরুণী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement