ঋত্বিকের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক, অবশেষে মুখ খুললেন অভিনেতা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নেটিজেনের একাংশের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ঋত্বিককে৷ অনেকেরই মনে হয়েছে ঐন্দ্রিলা সংক্রান্ত প্রার্থনা নিয়েই এই পোস্ট করা হয়েছে৷ এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা৷
এখনও ভেন্টিলেশনেই ঐন্দ্রিলা৷ অবস্থা সঙ্কটজনক৷ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন গোটা বাংলার মানুষ। কেউ প্রার্থনা করছেন ফেসবুকে, পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷ এরই মধ্যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর একটি পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক৷ বুধবার ফেসবুক পোস্টে তিনি লেখেন “অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো”।
advertisement
এরপরেই নেটিজেনের একাংশের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ঋত্বিককে৷ অনেকেরই মনে হয়েছে ঐন্দ্রিলা সংক্রান্ত প্রার্থনা নিয়েই এই পোস্ট করা হয়েছে৷ এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা৷
লিখলেন, “কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো। যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন। আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যম হিসাবে ফেসবুকের পাবলিক পোস্ট কেমন? বা প্রার্থনার ডকুমেন্টেশান রেখে দেওয়ার তাগিদ অনেকের মধ্যে অনেক দিন ধরেই দেখছি বলে কথাগুলো মাথায় এসেছে। ঐন্দ্রিলার জন্য সবাই মন থেকে প্রার্থনা করছেন,করবেনও।চাইলে ফেসবুকেও করুন। আমাদের সবার চাওয়া সবাই তার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক।"
advertisement
এরপরে অনেকে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন৷ প্রসঙ্গত, গত ১৫ দিন ধরে হাসপাতালে ঐন্দ্রিলা৷ এক অসম লড়াই চালাচ্ছেন তিনি৷ এই মুহূর্তে গোটা টলিউড চাইছেন যুদ্ধ জয় করে ফিরে আসুক মেয়েটা৷ চিকিৎসা হোক, প্রার্থনা কিংবা কোনও অলৌলিক শক্তি- যে কোনও উপায়ে ঐন্দ্রিলার ফিরে আসাই একমাত্র পাথেয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 2:53 PM IST