Indian Railways update: বিরাট দুর্ভোগের আশঙ্কা, গঙ্গায় জলস্তর বৃদ্ধির জের! বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের

Last Updated:

মূলত গঙ্গার উপর অবস্থিত ১৯৫ নম্বর ব্রিজের কাছাকাছি জল উঠে আসে, ৩০ মিলিমিটার পর্যন্ত জলস্তর বেড়েছে। গ্রিডারের উপরিভাগ পর্যন্ত জল উঠে আসায় আপ-ডাউন দুই লাইনেই রতনপুর এবং বারিয়ারপুর গামী জামালপুর-ভাগলপুর সেকশন ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ থেকে বন্ধ থাকবে। ওই লাইনে মালগাড়িও চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও ২২ তারিখে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: গঙ্গায় জলস্তর বৃদ্ধির কারণে বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হল উত্তর-পূর্ব রেলের তরফ থেকে। মূলত গঙ্গার উপর অবস্থিত ১৯৫ নম্বর ব্রিজের কাছাকাছি জল উঠে আসে, ৩০ মিলিমিটার পর্যন্ত জলস্তর বেড়েছে। গ্রিডারের উপরিভাগ পর্যন্ত জল উঠে আসায় আপ-ডাউন দুই লাইনেই রতনপুর এবং বারিয়ারপুর গামী জামালপুর-ভাগলপুর সেকশন ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ থেকে বন্ধ থাকবে। ওই লাইনে মালগাড়িও চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়াও ২২ তারিখে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
১৩০১৬/১৩০১৫ জামালপুর-হাওড়া-জামালপুর এক্সপ্রেস
১৩৩৩৩/ ১৩৩৩৪ পাটনা-দুমকা-পাটনা এক্সপ্রেস
১৩৪০১/ ১৩৪০২ ভাগলপুর-দানাপুর- ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস
১৩৪০১/১৩৪০২ সারায়গড়-দেওঘর- সারায়গড় এক্সপ্রেস
০৩৪০৬/ ০৩৪০৫ জামালপুর- ভাগলপুর- জামালপুর প্যাসেঞ্জার
advertisement
০৫৪১৬/ ০৫৪১৫ জামালপুর- সাহিবগঞ্জ- জামালপুর প্যাসেঞ্জার
০৫৪০৮ জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার
০৩৪৬০/ ০৩৪৫৯ জামালপুর-ভাগলপুর- জামালপুর স্পেশাল
০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস
(বাতিল ঘোষণা করা হয়েছে।)
কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। সেইগুলি হল
advertisement
১২৩৬৭ ভাগলপুর- আনন্দ বিহার এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩২৪২ বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
২২৩১১ গোড্ডা- এলটিটি এক্সপ্রেস (দুমকা- জসিডি পথে ঘোরানো হবে)
০৮৬০১/০৮৬০২ রাঁচি-ভাগলপুর- রাঁচি এক্সাম স্পেশাল (বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩০২৪ গয়া- হাওড়া এক্সপ্রেস ( কিউল-ঝাঝা- আসানসোল পথে ঘোরানো হবে)
এছাড়াও
advertisement
১৩৪১০ মালদা টাউন এক্সপ্রেস (কিউলের বদলে সুলতানগঞ্জ পর্যন্ত যাবে)
০৫৪০৭ রামপুরহাট- গয়া প্যাসেঞ্জার (সাহিবগঞ্জ পর্যন্ত যাবে)
১৩০৩১ হাওড়ার-জয়নগর এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)
১৩০৩২ জয়নগর- হাওড়া এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways update: বিরাট দুর্ভোগের আশঙ্কা, গঙ্গায় জলস্তর বৃদ্ধির জের! বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement