Chennai News: অসম্ভব কাজের চাপ! সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের এই যুবক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ঘটনার দিন তাঁর স্ত্রী থিরুনাল্লুর মন্দিরের উদ্দেশে রওনা হন। এই মন্দিরটি চেন্নাই শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। সোমবার তাঁর দুই সন্তানকে নিজের মায়ের বাড়িতে রেখেই মন্দিরে যান কার্তিকেয়নের স্ত্রী। বৃহস্পতিবার, বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি তিনি। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার করা হয়।
চেন্নাই: কাজের চাপ না সামলাতে না পেরে নিজের জীবন শেষ করে দিলেন বছর ৩৮-এর এক যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল চেন্নাইতে। জানা গিয়েছে, বছর ৩৮-এর যুবক কার্তিকেয়ন বহুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন। পুলিশের মতে, কার্তিকেয়ন নিজেকে ইলেকট্রিক শক দিয়ে শেষ করে দেন। বৃহস্পতিবার তাঁর স্ত্রী কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার হয়।
মূলত থেনি জেলার বাসিন্দা কার্তিকেয়ন চেন্নাইতে নিজের স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে থাকতেন।
advertisement
ঘটনার দিন তাঁর স্ত্রী থিরুনাল্লুর মন্দিরের উদ্দেশে রওনা হন। এই মন্দিরটি চেন্নাই শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। সোমবার তাঁর দুই সন্তানকে নিজের মায়ের বাড়িতে রেখেই মন্দিরে যান কার্তিকেয়নের স্ত্রী। বৃহস্পতিবার, বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি তিনি। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর কার্তিকেয়নের তার জড়ানো দেহ উদ্ধার করা হয়।
advertisement
ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।’
কিছুদিন আগেই আর্নেস্ট অ্যান্ড ইয়ং কোম্পানির এক ২৬ বছরের কর্মী পেশায় চার্টার্ড অ্যাকাউটেন্ট কাজের চাপ সামলাতে না পারে আত্মহত্যা করেন। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিলেন অনেকেই। কাজের চাপ কতটা সর্বগ্রাসী হয়ে উঠছে তা ফের প্রমাণ করলেন চেন্নাইয়ের এই যুবক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 5:09 PM IST