Rising India 2023: ইউপিআই গ্রাহককে কখনই টাকা দিতে হবে না, এনপিসিআই প্রধান দিলেন বড় খবর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Rising India 2023: তিনি এই মঞ্চ থেকে উল্লেখ করে বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি অনেকটা পাল্টে যাবে৷
নয়াদিল্লি: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিইও দিলীপ আসবে বুধবার প্রতিক্রিয়া দিলেন ইউপিআই পেমেন্টের বিষয় নিয়ে৷ নেটওয়ার্ক ১৮ আয়োজিত রাইজ ইন্ডিয়ার মঞ্চ থেকে তিনি পরিষ্কার করে দিলেন, সাধারণ ইউপিআই-এর গ্রাহককে কখনই লেনদেনের জন্য কোনও টাকা দিতে হবে না৷ সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংকড ইউপিআই বা সাধারণ কোনও ইউপিআই থেকে লেনদেনের জন্য কোনও টাকা দিতে হবে না৷
রাইজিং ইন্ডিয়া সামিটের তৃতীয় পর্যায়ের মঞ্চে উপস্থিত থেকে তিনি বলেছেন, ‘‘সাধারণ মানুষকে কখনও ইউপিআই লেনদেনের জন্য কোনওরকম টাকা দিতে হবে না৷ এটি পিয়ার টু পিয়ার বা পিয়ার টু মার্চেন্ট পেমেন্টের জন্য কোনওরকম অর্থ দেওয়ার প্রয়োজন নেই৷ কোনও ব্যবসায়ীক সংস্থা বা মার্চেন্ট যদি ব্যবহারকারী হয়, তা হলে সেক্ষেত্রে সামান্য অর্থ দিতে হবে৷’’
advertisement
আরও পড়ুন - 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের
advertisement
তিনি এই মঞ্চ থেকে উল্লেখ করে বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি অনেকটা পাল্টে যাবে৷ ভারত আর উন্নয়নশীল দেশ হিসাবে থাকবে৷ ভারত উন্নত দেশ হিসাবে পরিণগিত হবে৷ সিঙ্গাপুর মডেল গোটা পৃথিবীকে নতুন রাস্তা দেখিয়েছে৷ প্রমাণ করে দেখিয়েছে যে দু’টি দেশের মধ্যে মুহূর্তের মধ্যে ইউপিআই-এর ব্যবহার করে টাকা লেনদেন করতে পারে৷
advertisement
তিনি আবারও ইউপিআউ লেনদেন নিয়ে বলেন, কোনও ব্যবসায়ীক সংস্থার সঙ্গে লেনদেনের জন্য সামান্য কিছু খরচা হবে৷ তবে ব্যক্তিগত কোনও মানুষের লেনদেনের জন্য কোনওরকম খরচা করতে হবে না কখনই৷ তাই এ নিয়ে কোনওরকম দুঃশ্চিন্তার কোনও কারণ নেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 8:06 PM IST