Rising India 2023: ‘আপনা টাইম আ গ্যায়া’, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ

Last Updated:

Rising India 2023: রাজনাথ সিং-এর পর ডিজিটাল সেক্টরে ভারতের উন্নতি নিয়ে অনেক কথা বলেছেন৷

নয়াদিল্লি: আর ‘আপনা টাইম অ্যায়েগা’ নয়, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এখন স্লোগান ‘আপনা টাইম আ গ্যায়া’৷ নিউজ 18-এর রাইজিং ইন্ডিয়া কনক্লেভে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ সেখানেই তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলেন৷ তিনি বলেন, ভারতীয় অর্থনীতির দিকে এখন গোটা পৃথিবী তাকিয়ে আছে৷
তাঁর বক্তব্যের শুরুতে রাজনাথ সিং বলেন, ভারতীয় অর্থনীতি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া অর্থনীতি৷ প্রতিদিন এটি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে৷ তিনি উল্লেখ করেন, ‘ফ্র্যাজাইল ৫’ থেকে এখন অর্থনীতি ‘ফ্যাবুলাস ৫’-এ পৌঁছে গিয়েছে৷ বর্তমানে ভারতের অর্থনীতি এমন একটা স্থানে পৌঁছে গিয়েছে, সেখানে গোটা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে আছে৷ কোভিডের সময় ভারত যে ভাবে অর্থনীিতকে দাঁড় করিয়েছে, তাতে সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছে৷
advertisement
advertisement
রাজনাথ সিং-এর পর ডিজিটাল সেক্টরে ভারতের উন্নতি নিয়ে অনেক কথা বলেছেন৷ তিনি বলেছেন, ভারত ডিজিটাল সেক্টরে বিপুল উন্নতি করেছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতদিন ভারতে ফাইভ জি প্রযুক্তি নিয়ে কাজ করেছেন৷ এর পর ভারতের প্রযুক্তির দিক নিয়ে ৬জি সার্ভিস নিয়ে আসছেন৷ ভারত পৃথিবীর সবচেয়ে সস্তা মোবাইল পরিষেবা দেয়৷
advertisement
রাজনাথ উল্লেখ করেন, ‘‘আমি কোথাও একটা পড়েছিলাম, পৃথিবীতে কোনও শক্তি নেই যা সঠিক সময়ে আগত ভাবনাকে হারাতে পারে৷ আগামী দিনে ভারতের শক্তি নতুন করে বৃদ্ধি পেয়েছে৷ আগামী দিনে ভারত পৃথিবীর সামনে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে৷ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India 2023: ‘আপনা টাইম আ গ্যায়া’, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement