হোম /খবর /দেশ /
‘আপনা টাইম আ গ্যায়া’, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ

Rising India 2023: ‘আপনা টাইম আ গ্যায়া’, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ

রাইজিং ইন্ডিয়া-য় রাজনাথ সিং

রাইজিং ইন্ডিয়া-য় রাজনাথ সিং

Rising India 2023: রাজনাথ সিং-এর পর ডিজিটাল সেক্টরে ভারতের উন্নতি নিয়ে অনেক কথা বলেছেন৷

  • Share this:

নয়াদিল্লি: আর ‘আপনা টাইম অ্যায়েগা’ নয়, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এখন স্লোগান ‘আপনা টাইম আ গ্যায়া’৷ নিউজ 18-এর রাইজিং ইন্ডিয়া কনক্লেভে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ সেখানেই তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলেন৷ তিনি বলেন, ভারতীয় অর্থনীতির দিকে এখন গোটা পৃথিবী তাকিয়ে আছে৷

তাঁর বক্তব্যের শুরুতে রাজনাথ সিং বলেন, ভারতীয় অর্থনীতি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া অর্থনীতি৷ প্রতিদিন এটি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে৷ তিনি উল্লেখ করেন, ‘ফ্র্যাজাইল ৫’ থেকে এখন অর্থনীতি ‘ফ্যাবুলাস ৫’-এ পৌঁছে গিয়েছে৷ বর্তমানে ভারতের অর্থনীতি এমন একটা স্থানে পৌঁছে গিয়েছে, সেখানে গোটা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে আছে৷ কোভিডের সময় ভারত যে ভাবে অর্থনীিতকে দাঁড় করিয়েছে, তাতে সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছে৷

আরও পড়ুন - 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের

রাজনাথ সিং-এর পর ডিজিটাল সেক্টরে ভারতের উন্নতি নিয়ে অনেক কথা বলেছেন৷ তিনি বলেছেন, ভারত ডিজিটাল সেক্টরে বিপুল উন্নতি করেছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতদিন ভারতে ফাইভ জি প্রযুক্তি নিয়ে কাজ করেছেন৷ এর পর ভারতের প্রযুক্তির দিক নিয়ে ৬জি সার্ভিস নিয়ে আসছেন৷ ভারত পৃথিবীর সবচেয়ে সস্তা মোবাইল পরিষেবা দেয়৷

রাজনাথ উল্লেখ করেন, ‘‘আমি কোথাও একটা পড়েছিলাম, পৃথিবীতে কোনও শক্তি নেই যা সঠিক সময়ে আগত ভাবনাকে হারাতে পারে৷ আগামী দিনে ভারতের শক্তি নতুন করে বৃদ্ধি পেয়েছে৷ আগামী দিনে ভারত পৃথিবীর সামনে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে৷ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে৷’’

Published by:Uddalak B
First published:

Tags: Rising India Summit 2023