Rise in thali price: আমিষের সঙ্গে এবার পাল্লা নিয়ে বাড়ছে নিরামিষ থালির দাম, টান পড়বে সাধারণের পকেটে

Last Updated:

Rise in thali price: প্রকাশিত তথ‍্য অনুসারে, জুলাই মাসে নিরামিষ থালির দাম ৩৪ শতাংশ বেড়েছে এবং আমিষ থালির দাম মাসে ১৩ শতাংশ বেড়েছে।

আমিষের সঙ্গে এবার পাল্লা নিয়ে বাড়ছে নিরামিষ থালির দাম
আমিষের সঙ্গে এবার পাল্লা নিয়ে বাড়ছে নিরামিষ থালির দাম
ভারতে নিরামিষ এবং আমিষ থালির দাম প্রতি প্লেট অক্টোবর ২০২২ থেকে কমতে শুরু করেছিল। কিন্তু চলতি বছর মে, জুন, এবং জুলাই ২০২৩-এ তা অনেকটাই বেড়ে গিয়েছে। ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স এবং অ্যানালিটিকস রিপোর্ট অনুযায়ী টমেটোর, ডাল ইত‍্যাদির দাম বেড়ে যাওয়ার কারণে এই পরিণতি।
ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স এবং অ্যানালিটিকস রিপোর্ট অনুসারে, ভারতে নিরামিষ এবং আমিষ থালির প্রতি প্লেট খরচ, যা অক্টোবর ২০২২ থেকে কমতে শুরু করেছিল। তা আবার মে, জুন এবং জুলাই ২০২৩-এ বাড়তে শুরু করেছে। প্রকাশিত তথ‍্য অনুসারে, জুলাই মাসে নিরামিষ থালির দাম ৩৪ শতাংশ বেড়েছে এবং আমিষ থালির দাম মাসে ১৩ শতাংশ বেড়েছে।
advertisement
advertisement
নিরামিষ থালির দামের ৩৪ শতাংশ বৃদ্ধির মধ্যে, ২৫ শতাংশ শুধুমাত্র টমেটোর দামের জন‍্য বেড়েছে।  জুন মাসে ৩৩ টাকা/কেজি দাম ছিল টমেটোর। সেখানে  জুলাই মাসে তা ২৩৩ শতাংশ বেড়ে ১১০ টাকা/কেজি হয়েছে। প্রতি মাসে পেঁয়াজ ও আলুর দাম যথাক্রমে ১৬ শতাংশ এবং ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ব্যয় বৃদ্ধিতে অবদান রেখেছে।
advertisement
জুন মাসে টমেটো দিয়ে শুরু হয়েছিল। তারপর একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা-সহ সব সবজির দাম আকাশ ছুঁতে শুরু করে। টমেটোয় হাত দিতে এখনও ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত।। সেই সঙ্গে অন্য সবজির দামও হুহু করে চড়েছে। প্রতিদিন, সবজি কেনা এখন সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। সামান্য সবজির ওপর চলছে দিনযাপন। পটল, ঢেঁড়স, বেগুনের মত কিছু সবজির দাম এখনও সাধারণের নাগালে থাকায় সেগুলিই ঘুরিয়ে ফিরিয়ে রান্না হচ্ছে অধিকাংশ বাড়িতে।
advertisement
প্রতি প্লেট নিরামিষ থালি, ক্রিসিলের অনুমান অনুসারে, এপ্রিল মাসে ২৫.১ টাকা থেকে জুন মাসে ২৬.৩ টাকা হয়েছে। একইভাবে, আমিষ থালি ৫৮.৩ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সিআরআইএসআইএল পরিসংখ্যানে জানাচ্ছে, সাধারণ পরিবারে নিরামিষ পদ রান্নার খরচ বেড়েছে ৩৪ শতাংশ। ফলে দিনে একটি নিরামিষ থালিতে খরচ হচ্ছে ৩৪ শতাংশ বেশি।
বাংলা খবর/ খবর/দেশ/
Rise in thali price: আমিষের সঙ্গে এবার পাল্লা নিয়ে বাড়ছে নিরামিষ থালির দাম, টান পড়বে সাধারণের পকেটে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement