Parliament Monsoon Session: উত্তাল সংসদের দুই কক্ষ! রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ডেরেক

Last Updated:

Parliament Monsoon Session: রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়

রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ডেরেক
রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ডেরেক
নিউ দিল্লি: অনাস্থা প্রস্তাবের দিন এদিন সকাল উত্তাল সংসদের দুই কক্ষ। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরেই বাদল অধিবেশনে সাসপেন্ড হয়ে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। জানা গিয়েছে, অশোভন মূলক আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও ব্রায়েনকে।
লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় বাড়িয়ে ১৬ ঘণ্টা করা হয়েছে। এর আগে দুই দিনে আলোচনার জন্য মোট ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। বিজেপির ২০ জন সাংসদ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
advertisement
লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর দুই দিনে আলোচনার জন্য মোট ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এতে YSRCP-কে ২৯ মিনিট, শিবসেনাকে ২৪ মিনিট, JDU-কে ২১ মিনিট, BSP-কে ১২ মিনিট, LJSP-কে ৮ মিনিট সময় দেওয়া হয়েছে। বাকি এনডিএ-পন্থী দল এবং নির্দল সাংসদরা ১৭ মিনিট সময় পাবেন। এতে AIDMK, AJSU, MNF, NPP, SKM-এর মতো দল রয়েছে। এসপি, এনসিপি, সিপিআই, টিডিপি, জেডিএস, শিরোমনি আকালি দল, আম আদমি পার্টির মতো দলগুলিকে একসঙ্গে ৫২ মিনিট সময় দেওয়া হয়েছে।
advertisement
অন্যদিকে, এদিনই সংসদে এসেছেন রাহুল গান্ধি। ৪ মাস পরে সাংসদ পদ ফিরে পেয়েছেন। অনাস্থা প্রস্তাব বিতর্কে তিনি বিরোধী জোটের তরফে একদম প্রথমে কিংবা প্রথমের দিকে বক্তৃতা রাখতে পারেন বলে খবর। ১০ তারিখ প্রধানমন্ত্রী মোদিও জবাবি ভাষণ দিতে পারেন বলে খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Monsoon Session: উত্তাল সংসদের দুই কক্ষ! রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ডেরেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement