ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ল গন্ডার, তার পর? ভিডিও ট্যুইট করলেন অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

সিসিটিভি-তে ধরা পড়া দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে,জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আচমকাই ট্রাকটির সামনে চলে আসে গন্ডারটি৷

ট্রাকের সঙ্গে গন্ডারের ধাক্কা৷
ট্রাকের সঙ্গে গন্ডারের ধাক্কা৷
#গুয়াহাটি: জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল একটি গন্ডার৷ আর ঠিক তখনই উল্টো দিক দিয়ে ছুটে আসছিল একটি বিশাল ট্রাক৷ রাস্তা পার হতে গিয়ে সরাসরি সেই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগল গন্ডারের৷ যদিও বরাতজোরে প্রাণে বেঁচে যায় সেটি৷
এমনই ঘটনার ভিডিও নিজেই ট্যুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, জঙ্গলের ভিতরে কোনও ধরনের অনুপ্রবেশ সরকার বরদাস্ত করবে না৷ পশুদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর বা উড়ালপথ তৈরি করা হবে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
সিসিটিভি-তে ধরা পড়া দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে,জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আচমকাই ট্রাকটির সামনে চলে আসে গন্ডারটি৷ শেষ মুহূর্তে গন্ডারটিকে বাঁচিয়ে পাশ দিয়ে বেরনোর চেষ্টা করেন ট্রাক চালক৷ কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি৷ ট্রাকের ধাক্কায় রাস্তার উপরেই পড়ে যায় গন্ডারটি৷ বরাতজোরে ট্রাকের চাকার তলায় পড়েনি সেটি৷
advertisement
ধাক্কা মারার পরই ট্রাকটি সেখান থেকে বেরিয়ে যায়৷ গন্ডারটিও উঠে গিয়ে জঙ্গলে ফিরে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু সংঘর্ষের অভিঘাতে বেসামাল হয়ে গিয়ে ফের রাস্তার উপরে পড়ে যায় সেটি৷ শেষ পর্যন্ত অবশ্য উঠে দাঁড়িয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় গন্ডারটি৷ হিমন্ত বিশ্বশর্মাও জানিয়েছেন, গন্ডারটি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছে৷
advertisement
ট্যুইটারে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, 'গন্ডাররা আমাদের বিশেষ বন্ধু৷ তাদের এলাকায় কোনও রকমের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না৷ হলদিবাড়ির এই ঘটনায় গন্ডারটি প্রাণে বেঁচে গিয়েছে৷ অভিযুক্ত ট্রাকটিকে ধরা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে৷ কাজিরঙ্গার প্রাণীদের বাঁচানোর লক্ষ্যে ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর তৈরির করা যায় কি না, আমরা তা খতিয়ে দেখছি৷'
advertisement
যদিও মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের জবাব দিতে গিয়ে একজন বলেছেন, 'এক্ষেত্রে ট্রাক চালকরে কিছুই করার ছিল না৷ মুহূর্তের মধ্যে বরং গন্ডারটিকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি৷ সমস্যা এড়াতে আন্ডারপাস তৈরি করুন৷ জরিমানা করে সমস্যার সমাধান হবে না৷' আর একজন ট্যুইটার ব্যবহারকারীও লিখেছেন, এলিভেটেড করিডর তৈরি করতে গেলে বহু গাছ কাটতে হবে, সবুজ ধ্বংস হবে৷ তার বদলে নুমালিগড়ে ব্রহ্মপুত্রের উপরে সেতু তৈরি হয়ে গেলে সমস্ত ভারী যানবাহনকে সেই পথে পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ল গন্ডার, তার পর? ভিডিও ট্যুইট করলেন অসমের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement