RG Kar Case Supreme Court Hearing: আরজি কর মামলায় তদন্তের গতিপ্রকৃতি কবে জানা যাবে? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Supreme Court on RG Kar Case: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
নয়াদিল্লি: কপিল সিব্বল শুরুতের আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগ তোলেন প্রধান বিচারপতির বেঞ্চে। তিনি বলেন, “সর্বোচ্চ আদালত সুয়োমোটো মামলা করেছে। আপনারা যদি লাইভ স্ট্রিম করেন, তাহলে আমরা অভিযুক্তের পাশে থাকছি না এমন একটা বার্তা যাচ্ছে। আমাদের সম্মান নিয়ে খেলা হচ্ছে। বলা হচ্ছে আমি হাসছিলাম। এটা ঠিক নয়। এত সিরিয়াস একটা ঘটনায় আমাদের নিয়ে এসব অভিযোগ করা হচ্ছে। আইনজীবীদের হুমকি দেওয়ে হচ্ছে অ্যাসিড ছোঁড়া হবে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে”।
শুনে প্রধান বিচারপতি বলেন, “আমরা নিশ্চিত করব কোনও আইনজীবীর উপর যেন কোনও রকমের হামলা বা হুমকি না হয় বা তাঁদের সম্মান নিয়ে কোনও ছিনিমিনি খেলা না হয়”।
advertisement
সিবিআই আদালতে আরজি কর মামলার স্টেটাস রিপোর্ট জমা দিল। স্টেটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, “চার্জশিট কবে গঠন করা হবে?” সিবিআই জানায়, প্রথম গ্রেপ্তারির ৬০-৯০ দিনের মধ্যে।
advertisement
তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বড় মন্তব্য শীর্ষ আদালতের। আদালত জানায়, আমরা প্রকাশ্যে আনতে পারব না তদন্তের গতিপ্রকৃতি। আগামী দিনের তদন্তের স্বার্থে গতিপ্রকৃতি প্রকাশ্যে আনা হবে না।
অনেক টানাপড়েনের পরে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের। সেই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়। দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি সরানো হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও৷ এ দিন কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 11:21 AM IST