Birth Certificate: জন্ম শংসাপত্রের গুরুত্ব বাড়ল, সহজ হল আধার-পাসপোর্টের আবেদন!লোকসভায় পাস সংশোধনী

Last Updated:
লোকসভায় পাস জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল৷
লোকসভায় পাস জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল৷
নয়াদিল্লি: লোকসভায় পাস হয়ে গেল জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল৷ এর ফলে জন্ম শংসাপত্র ব্যবহার করেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্সের আবেদন, ভোটার লিস্ট তৈরি, আধার নম্বর পাওয়া, বিয়ের রেজিস্ট্রেশন অথবা সরকারি চাকরির আবেদন করা যাবে৷
এ ছাড়াও এই সংশোধনীর ফলে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য আরও নিখুঁত ভাবে সরকারের হাতে থাকবে৷ যার ফলে সরকারি সুযোগ সুবিধা বিতরণের ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে৷ লোকসভায় বিলটি পেশ করে এ দিন এমনই দািব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷
advertisement
advertisement
এ দিন লোকসভায় বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই এই বিলটি পাস হয়৷ বিরোধীদের দাবি ছিল, আগে মণিপুর হিংসার ইস্যুতে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
নিত্যানন্দ রাই জানান, জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ আইন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনও সংশোধনই হয়নি৷ কিন্তু সামাজিক এবং প্রযুক্তিগত বদলের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই আইনটি আরও সাধারণ মানুষের আরও উপযোগী করে তোলার প্রয়োজন ছিল৷ সেই কারণেই সংশোধনী আনা হয়েছে৷
advertisement
এই সংশোধনীর ফলে ডিজিটাল এবং ইলেক্ট্রনিক পদ্ধতিতেই সাধারণ মানুষ জন্ম এবং মৃত্যুর শংসাপত্র পেয়ে যাবেন৷ ঠিক যেভাবে ড্রাইভিং লাইসেন্সের মতো নথি এখন ডিজিটাল পদ্ধতিতেই পাঠিয়ে দেওয়া হয়৷ এর ফলে রাজ্য এবং েকন্দ্রীয় সরকারের তথ্য ভাণ্ডারেও আরও নিখুঁত তথ্য থাকবে৷ ফলে প্রকৃত যাঁরা প্রাপক, তাদের কাছেই সরকারি সুযোগ সুবিধা যথাযথ ভাবে পৌঁছে দেওয়া যাবে৷
advertisement
এ ছাড়াও কারও জন্মস্থান কোথায় তার প্রামাণ্য নথি হিসেবে এবার থেকেই জন্ম শংসাপত্রকেই ব্যবহার করা যাবে৷ ফলে স্কুলে ভর্তি, সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রেও জটিলতা অনেক কমবে৷ পাসপোর্ট, আধার নম্বর পাওয়ার ক্ষেত্রেও একাধিক নথির বদলে শুধুমাত্র জন্ম শংসাপত্রজমা দিয়েই আবেদন করা যাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Birth Certificate: জন্ম শংসাপত্রের গুরুত্ব বাড়ল, সহজ হল আধার-পাসপোর্টের আবেদন!লোকসভায় পাস সংশোধনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement