Darjeeling Zoo Big Achievement: দেশে প্রথমবার এল এই সম্মান! বাংলার মুকুটে আসতে চলেছে নয়া পালক? জানলে গর্বিত হবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Darjeeling Zoo Big Achievement: বহুদিন ধরেই রেড পান্ডা প্রতিপালন ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে এই চিড়িয়াখানা। এবার বাংলার মুকুটে নতুন পালক নিয়ে এল পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুলজিকাল পার্ক।
নয়া দিল্লি: দেশে প্রথমবার এল এই সম্মান। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুলজিকাল পার্ক পেল বিপুল এক কৃতিত্বের স্মারক। বহুদিন ধরেই রেড পান্ডা প্রতিপালন ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে এই চিড়িয়াখানা। এবার বাংলার মুকুটে নতুন পালক নিয়ে এল পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুলজিকাল পার্ক।
আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!
পৃথিবীর সেরা 3 Conservation Project-এর একটি হিসেবে মনোনীত হয়েছে দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা। ওয়ারল্ড অ্যাসোসিয়েশন অফ জু-স অ্যান্ড অ্যাকোয়ারিয়ামস-এর পক্ষ থেকে এই স্বীকৃতি দার্জিলিংয়ের। বাঙালির প্রিয় শৈল শহর পেল আরও এক মাত্রা। ঐতিহ্যের পসরায় এসে গেল প্রিয় চিড়িয়াখানা এবং রেড পান্ডারাও। পরিবেশ এবং প্রাণী সংরক্ষণের জন্য পুরস্কারও ঘোষণা হবে 2024 WAZA Conservation and Environmental Sustainability Awards-এর পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন- কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই…চ্যালেঞ্জ!
চলতি বছর ৭৯ তম WAZA Annual Conference অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর, অস্ট্রেলিয়ার টোরঙ্গো চিড়িয়াখানায়। সেখানেই ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। রেড পান্ডার সংরক্ষণ এবং প্রতিপালনের কৃতিত্বে সেরার শিরোপা কি পাবে দার্জিলিঙয়ের পদ্মজা নাইডু? আশাবাদী বাঙালি। এ দিন, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের দেশে প্রথম বারের জন্য এই সম্মান। পৃথিবীর সেরা 3 Conservation Project হিসেবে আমাদের রাজ্যের Red Panda Conservation Breeding Program মনোনীত হয়েছে।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 12:50 PM IST