ঋণের অনাদায়ের প্রতিশোধ, অন্তঃসত্ত্বা মহিলার মাথা ট্রাক্টর দিয়ে পিষে দিল আদায়কারী
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Recovery agent crushes pregnant woman under tractor over unpaid loan :
#ঝাড়খন্ড: ঋণ সোধ করতে না পারায় এক অন্তঃসত্বা মহিলার মাথার উপর দিয়ে ট্রাকটার চালিয়ে দিল রিকভারি এজেন্ট ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিন মাসের অন্তসত্ত্বা মহিলাটি ৷ মৃত মহিলার বয়স ছিল ২৭ বছর ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে ৷
একটি বেসরকারি ঋণ সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মিথিলেশ মেহতা নামের এক কৃষক ৷ হাজারিবাগের বারিয়ানাথের বাসিন্দা মিথিলেশ মেহতা ৷ জানা গিয়েছে, ট্রাক্টর কেনার জন্যই সংস্থাটি থেকে ঋণ নেন মিথিলেশ ৷
বৃহস্পতিবার একটি মেসেজ আসে মিথিলেশের ফোনে ৷ মেসেজে বকেয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা শোধ করার কথা বলা হয় ৷
advertisement
advertisement
মেসেজটি পেয়েই বাড়ির দিকে রওনা দেন তিনি ৷ কিন্তু মিথিলেশ বাড়ি ফিরে দেখেন, তাঁর ট্রাক্টর নিয়ে চলে যাচ্ছেন এক রিকোভারি এজেন্ট ৷ রিকোভারি এজেন্টকে আটকাতে ট্রাক্টরের পেছনে ধাওয়া করেন মিথিলেশের ২৭ বছরের অন্তসত্ত্বা কন্যা ৷ দৌড়াতে দৌড়াতে ট্রাক্টরটির সামনে চলে আসে মিথিলেশের মেয়ে ৷ তারপরেই , তাঁর মাথার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন ওই রিকোভারি এজেন্ট ৷ এই হাড় কাঁপানো ঘটনায় তাজ্জব দেশ ৷
advertisement
রিকোভারি এজেন্ট ও সংস্থার মালিক সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত মহিলার পরিবার ৷ মিথিলেশের পরিবারের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 7:03 PM IST