স্বামী, পুরুষ নন মহিলা! ৮ বছর পরে স্বামীর আসল পরিচয় জানতে পারলেন স্ত্রী

Last Updated:

Wife finds out her husband was earlier a woman : বিয়ের ৮ বছর পরে স্ত্রী জানতে পারলেন,  তাঁর স্বামী আদতে একজন মহিলা ছিলেন

#গুজরাট:  ৮ বছর দাম্পত্যের পর হঠাৎই স্বামীর অতীত জানতে পারলেন স্ত্রী ৷ বিয়ের ৮ বছর পরে স্ত্রী জানতে পারলেন,  তাঁর স্বামী আদতে একজন মহিলা ছিলেন ৷  এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে গুজরা়টের  ভদোদোরাতে ৷
জানা গিয়েছে, বছর চল্লিশের ওই মহিলার স্বামীর নাম বিরাজ বর্ধন ৷ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে একটি ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে বিবাহ হয় তাঁদের ৷ একটি দুর্ঘটনায় প্রথম স্বামী মারা যাওয়ায় বিরাজের সঙ্গে বিবাহ হয়েছিল মহিলার ৷ একটি ১৪ বছরের সন্তানও আছে তাঁর ৷
বিবাহের পর, জম্মু-কাশ্মীরে মধুচন্দ্রীমায় যান ওই মহিলা ও তাঁর স্বামী বিরাজ ৷ স্বামীর আচরণ অস্বাভাবিক লাগায় সেখানেই প্রথম সন্দেহ শুরু হয় ওই মহিলার ৷ প্রথমে স্ত্রীকে কিছুই জানাননি বিরাজ ৷ বারবার তাঁকে এই বিষয়ে জেরা করার পর বিরাজ তাঁর স্ত্রীকে জানান, যে একটি দুর্ঘটনার ফলে শারীরির সম্পর্ক স্থাপনের ক্ষমতা হারিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
একটি অস্ত্রপ্রচারের মাধ্যমে দ্রুত ঠিক হয়ে যাওয়ারও কথা বলেন তিনি ৷ মহিলা আরও জানতে পারেন যে কলকাতায় এসে লিঙ্গ পরিবর্তনের অপরেশন করিয়েছেন তাঁর স্বামী বিরাজ ৷ পরে,  বিরাজ স্বীকার করেন যে তিনি বিকৃত যৌন মানসিকতার শিকার ৷
advertisement
স্বামী সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মহিলা ৷ বিরাজের বিরুদ্ধে বিকৃত যৌন মানসিকতা , প্রতারণা সহ একাধিক ধরায় মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে গোত্রী থানার পুলিশ ৷ অভিযুক্ত বিরাজকে গ্রেফতার করা হয়েছে কিনা,
advertisement
সে বিষয়ে এখনও কিছু জানাতে চায়নি পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামী, পুরুষ নন মহিলা! ৮ বছর পরে স্বামীর আসল পরিচয় জানতে পারলেন স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement