Sharad Pawar || মহারাষ্ট্রে ক্ষমতা বদলাতেই পাওয়ারকে নোটিশ আয়করের দফতরের, 'প্রেমপত্র পেয়েছি' কটাক্ষ প্রবীণ নেতার

Last Updated:

Sharad Pawar || ঠাকরে ঘনিষ্ঠ শরদ পাওয়ারকে তলব করল কেন্দ্রীয় সংস্থা৷ আর সেই নোটিশকেই 'প্রেমপত্র' বলে কটাক্ষ করলেন পাওয়ার৷

শরদ পাওয়ার, ফাইল ছবি
শরদ পাওয়ার, ফাইল ছবি
#মুম্বই: শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন একনাথ শিন্ডে৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশ৷ এই দোলাচলের মধ্যেই ঠাকরে ঘনিষ্ঠ শরদ পাওয়ারকে তলব করল কেন্দ্রীয় সংস্থা৷ আর সেই নোটিশকেই 'প্রেমপত্র' বলে কটাক্ষ করলেন পাওয়ার৷
advertisement
উদ্ধব ঠাকরে সরকারের পতন একরকম নিশ্চিতই ছিল৷ তা সত্ত্বেও বিদ্রোহী বিধায়কদের উদ্ধব ঠাকরেদের নাগালের বাইরে রাখতে তাঁদের অসম থেকে সরাসরি মুম্বইয়ে আনা হয়নি৷ তার বদলে গোয়ার একটি রিসর্টে এনে রাখা হয় বিদ্রোহীদের৷ ঠাকরে সরকারকে বাঁচানোর অনেক চেষ্টাই করেছিলেন পাওয়ার কিন্তু শেষরক্ষা হল না৷
advertisement
উদ্ধব ঠাকরের ইস্তফার পর প্রথমে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম শোনা গিয়েছিল৷ কিন্তু গতকাল বিকালে সাংবাদিক বৈঠক করে ফড়নবীশ নিজেই জানান, নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ৷ ফড়নবীশ আরও দাবি করেছিলেন, সরকারের অংশ হবেন না তিনি৷ তবে বাইরে থেকে একনাথ শিন্ডে সরকারকে সবরকম সহযোগিতা করবেন তিনি৷
advertisement
ইতমধ্যে পাওয়ারের কাছে এসেছে নোটিশ৷ ট্যুইটে পাওয়ার লিখেছেন, ‘আমি আয়কর দফতর থেকে একটি প্রেমপত্র পেয়েছি।’
advertisement
অন্য একটি ট্যুইটে লেখেম, ‘২০০৪ সালে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম। ২০০৯ সালেও তাই। ২০১৪ সালে রাজ্যসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। ২০২০ সালেও রাজ্যসভা নির্বাচনে লড়েছি। এখন এ সংক্রান্ত হলফনামার নোটিশ এসেছে। আমার কাছে সমস্ত তথ্য রয়েছে।’
advertisement
মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা কেমন হবে, সেখানে কারা কারা জায়গা পাবেন, তা অবশ্য এখনও জানা যায়নি৷ দু' পক্ষের আলোচনার মধ্যেই সম্ভবত মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করা হবে৷ তবে একক বৃহত্তম দল হিসেবে মহারাষ্ট্র সরকারের রাশ যে বিজেপি-র হাতেই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar || মহারাষ্ট্রে ক্ষমতা বদলাতেই পাওয়ারকে নোটিশ আয়করের দফতরের, 'প্রেমপত্র পেয়েছি' কটাক্ষ প্রবীণ নেতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement