স্মৃতিতে ২৬/১১, আতঙ্কে এখনও ত্রস্ত মুম্বই

Last Updated:

কেটে গিয়েছে আটটা বছর ৷ নতুন রঙের পোচে বারুদের গন্ধ তাজ হোটেলের দেওয়াল থেকে উধাও হলেও, এখনও যেন সেই সকালটার কথা ভুলতে পারেনি সাদা বাড়িটি ৷

#মুম্বই: কেটে গিয়েছে আটটা বছর ৷ নতুন রঙের পোচে বারুদের গন্ধ তাজ হোটেলের দেওয়াল থেকে উধাও হলেও, এখনও যেন সেই সকালটার কথা ভুলতে পারেনি সাদা বাড়িটি ৷ সেই কালো দিন আজও যেন স্পষ্ট ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, লিয়োপোল্ড ক্যাফে, নরিম্যান হাউজের আনাচ-কানাচে ৷ গোটা ঘটনার কথা মনে করে স্তব্দ হয়ে যায়, গোটা মুম্বই ৷ ম্যারিনড্রাইভের পাশে যতই ছলকে উঠুক আরব সাগর, ২৬/১১- আতঙ্কে আজও ভয়ে, ঘেন্নায়, ক্ষোভে চোখ ছল ছল করে উঠতে বাধ্য ৷
আগুন জ্বলছে গোটা মুম্বই জুরে ৷ আতর্নাদ, হাহাকার, চিৎকার ৷ মু্ম্বইয়ের আকাশে উড়ছে সেনাবাহিনীর হ্যালিকপ্টার ৷ রাজপথে জঙ্গি দমনে তটস্থ ভারতীয় সেনা, পুলিশ৷ তৎপর গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থা৷ তাজ হোটেলের রুমের জানলা দিয়ে তখনও জঙ্গিরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ৷ ২৬/১১ ভোর দেখার আগে ততক্ষণে সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে ১৬৪ জন মানুষ নিহত, আহতের সংখ্যা ৩০৮ ৷ তিনদিন ধরে সংঘর্ষে অবিচল সেনাবাহিনী ও জঙ্গিদল৷ বারুদের ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে গিয়েছে মুম্বইয়া আকাশ৷ তাহলে কি সব শেষ? গোটা বিশ্বের চোখ ভারতের দিকে৷
advertisement
২৬/১১-এর সন্ত্রাসের ছক কষে ছিল লস্কর-ই-তহিবা ও ইসলামিক মিলিট্যান্ট ৷ চারদিন ধরে মুম্বইয়ে চলেছিল হামলা ৷ কড়া টক্করে ধরাও পরে মূল চক্রী কাসব৷ ফাঁসিও হয় তার ৷ কিন্তু তা বলে কি সন্ত্রাসে ইতি! হয়তো নয়৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
স্মৃতিতে ২৬/১১, আতঙ্কে এখনও ত্রস্ত মুম্বই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement