Accident: একদিন আগে কেনা গাড়ি নিয়ে বেরিয়েই বিপদ, বেঙ্গালুরুর কাছে তরুণ নৃত্যশিল্পীকে পিষে দিল ট্রাক!

Last Updated:

মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নৃত্যশিল্পীকে পিষে দেয় ট্রাক৷ ছবি-এক্স
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নৃত্যশিল্পীকে পিষে দেয় ট্রাক৷ ছবি-এক্স
একদিন আগেই নতুন গাড়ি কিনেছিলেন৷ সেই গাড়ি নিয়ে বেরিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রিয়েলিটি শোয়ের একজন ড্যান্সারের৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কাছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷ মঙ্গলবার সকালে সেই গাড়ি নিয়েই বেরিয়েছিলেন সুধীন্দ্র৷
কিন্তু হাইওয়ে ধরে যাওয়ার সময় নতুন কেনা সেই গাড়িতেই কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়৷ কী সমস্যা হয়েছে তা দেখার জন্য গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করান সুধীন্দ্র৷ বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গালার কাছে গাড়ি থেকে নেমে ফোনে কথা বলতে বলতেই কী সমস্যা হয়েছে তা বোঝার চেষ্টা করছিলেন সুধীন্দ্র৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সুধীন্দ্র যখন ফোনে কথা বলছেন তখন পিছন দিক থেকে একটি ট্রাক তীব্র গতিতে এসে তাঁকে পিষে দিচ্ছে৷ রাস্তার একেবারে ধারে থাকলেও বাঁ দিকে সরে এসে সুধীন্দ্রকে ধাক্কা মারে ঘাতক ট্রাকটি৷ ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন তরুণ ওই নৃত্যশিল্পী৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
advertisement
ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেফতার করেছে৷ পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই নৃত্যশিল্পীকে ধাক্কা মারে ট্রাকটি৷
পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় ফোনে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন সুধীন্দ্র৷ নিজের ভাইকে নতুন কেনা গাড়ি দেখিয়ে ফিরছিলেন তিনি৷ কিন্তু মাঝপথে গাড়িটির স্টার্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কী করবেন জানতে ভাইকে ফোন করেন সুধীন্দ্র৷ তখনই তাঁকে পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাকটি৷ সোমবার নতুন গাড়ি কেনার পর নিজের পরিবারের সদস্যদেরও সেই গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিলেন সুধীন্দ্র৷ কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী হল৷
advertisement
তবে সুধীন্দ্রর এ ভাবে মৃত্যু নিছক দুর্ঘটনা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিহত নৃত্যশিল্পীর পরিবার৷ কন্নড় টেলিভিশন চ্যানেলগুলিতে সুধীন্দ্র একজন পরিচিত মুখ৷ বিভিন্ন রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: একদিন আগে কেনা গাড়ি নিয়ে বেরিয়েই বিপদ, বেঙ্গালুরুর কাছে তরুণ নৃত্যশিল্পীকে পিষে দিল ট্রাক!
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement