Accident: একদিন আগে কেনা গাড়ি নিয়ে বেরিয়েই বিপদ, বেঙ্গালুরুর কাছে তরুণ নৃত্যশিল্পীকে পিষে দিল ট্রাক!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷
একদিন আগেই নতুন গাড়ি কিনেছিলেন৷ সেই গাড়ি নিয়ে বেরিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রিয়েলিটি শোয়ের একজন ড্যান্সারের৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কাছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই নৃত্যশিল্পীর নাম সুধীন্দ্র (৩৫)৷ সোমবারই নতুন একটি গাড়ি কেনেন তিনি৷ মঙ্গলবার সকালে সেই গাড়ি নিয়েই বেরিয়েছিলেন সুধীন্দ্র৷
কিন্তু হাইওয়ে ধরে যাওয়ার সময় নতুন কেনা সেই গাড়িতেই কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়৷ কী সমস্যা হয়েছে তা দেখার জন্য গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করান সুধীন্দ্র৷ বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গালার কাছে গাড়ি থেকে নেমে ফোনে কথা বলতে বলতেই কী সমস্যা হয়েছে তা বোঝার চেষ্টা করছিলেন সুধীন্দ্র৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সুধীন্দ্র যখন ফোনে কথা বলছেন তখন পিছন দিক থেকে একটি ট্রাক তীব্র গতিতে এসে তাঁকে পিষে দিচ্ছে৷ রাস্তার একেবারে ধারে থাকলেও বাঁ দিকে সরে এসে সুধীন্দ্রকে ধাক্কা মারে ঘাতক ট্রাকটি৷ ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন তরুণ ওই নৃত্যশিল্পী৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
A Life Lost, A System Failed: Sudheendra’s Death Near Nelamangala Exposes Stark Road Safety Neglect
The tragic death of 36-year-old dancer Sudheendra near Nelamangala is not just a personal loss it’s a damning indictment of our civic infrastructure and administrative apathy.… pic.twitter.com/6FrnDY9A6g
— Karnataka Portfolio (@karnatakaportf) November 4, 2025
advertisement
ঘাতক ট্রাকটির চালককে পুলিশ গ্রেফতার করেছে৷ পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই নৃত্যশিল্পীকে ধাক্কা মারে ট্রাকটি৷
পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় ফোনে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন সুধীন্দ্র৷ নিজের ভাইকে নতুন কেনা গাড়ি দেখিয়ে ফিরছিলেন তিনি৷ কিন্তু মাঝপথে গাড়িটির স্টার্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কী করবেন জানতে ভাইকে ফোন করেন সুধীন্দ্র৷ তখনই তাঁকে পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাকটি৷ সোমবার নতুন গাড়ি কেনার পর নিজের পরিবারের সদস্যদেরও সেই গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিলেন সুধীন্দ্র৷ কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী হল৷
advertisement
তবে সুধীন্দ্রর এ ভাবে মৃত্যু নিছক দুর্ঘটনা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিহত নৃত্যশিল্পীর পরিবার৷ কন্নড় টেলিভিশন চ্যানেলগুলিতে সুধীন্দ্র একজন পরিচিত মুখ৷ বিভিন্ন রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 9:15 PM IST

