ব্যাঙ্কে রাখা টাকা সুরক্ষিত, আতঙ্ক কাটাতে আশ্বস্ত করলে আরবিআই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আমজনতাকে আশ্বস্ত করতে বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টুইট করে তারা জানাল, সমস্ত ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে তারা।
#মুম্বাই: পিএমসি ব্যাঙ্কের পর এবার ইয়েস ব্যাঙ্ক। মাত্র ছ' মাসের ব্যবধানের দু'টি বড় ব্যাঙ্ক আর্থিক সংকটের মুখোমুখি হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। সবার মনেই প্রশ্ন, ব্যাঙ্কে রাখা টাকাও আর নিরাপদ তো?
এই পরিস্থিতিতে আমজনতাকে আশ্বস্ত করতে বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টুইট করে তারা জানাল, সমস্ত ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে তারা। ব্যাঙ্কে গচ্ছিত অর্থ পুরোপুরি সুরক্ষিত বলেও আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
Concern has been raised in certain sections of media about safety of deposits of certain banks. This concern is based on analysis which is flawed. Solvency of banks is internationally based on Capital to Risk Weighted Assets (CRAR) and not on market cap. (1/2)
— ReserveBankOfIndia (@RBI) March 8, 2020
advertisement
advertisement
টুইট বার্তায় আরবিআই জানিয়েছে, 'সংবাদমাধ্যমের একাংশে ব্যাঙ্কে গচ্ছিত অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে ধরনের বিশ্লেষণের উপরে ভিত্তি করে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা ত্রুটিপূর্ণ। ব্যাঙ্ক দেউলিয়া হবে কি না তা মার্কেট ক্যাপ নয়, বরং আন্তর্জাতিক নিয়ম মেনে মূলধনের তুলনায় ঝুঁকিপূর্ণ সম্পদের ভিত্তিতে নির্ধারণ করা হয়।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2020 9:37 PM IST