#মুম্বাই: পিএমসি ব্যাঙ্কের পর এবার ইয়েস ব্যাঙ্ক। মাত্র ছ' মাসের ব্যবধানের দু'টি বড় ব্যাঙ্ক আর্থিক সংকটের মুখোমুখি হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। সবার মনেই প্রশ্ন, ব্যাঙ্কে রাখা টাকাও আর নিরাপদ তো?
এই পরিস্থিতিতে আমজনতাকে আশ্বস্ত করতে বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টুইট করে তারা জানাল, সমস্ত ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে তারা। ব্যাঙ্কে গচ্ছিত অর্থ পুরোপুরি সুরক্ষিত বলেও আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
Concern has been raised in certain sections of media about safety of deposits of certain banks. This concern is based on analysis which is flawed. Solvency of banks is internationally based on Capital to Risk Weighted Assets (CRAR) and not on market cap. (1/2)
— ReserveBankOfIndia (@RBI) March 8, 2020
টুইট বার্তায় আরবিআই জানিয়েছে, 'সংবাদমাধ্যমের একাংশে ব্যাঙ্কে গচ্ছিত অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে ধরনের বিশ্লেষণের উপরে ভিত্তি করে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা ত্রুটিপূর্ণ। ব্যাঙ্ক দেউলিয়া হবে কি না তা মার্কেট ক্যাপ নয়, বরং আন্তর্জাতিক নিয়ম মেনে মূলধনের তুলনায় ঝুঁকিপূর্ণ সম্পদের ভিত্তিতে নির্ধারণ করা হয়।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।