Ratan Tata Love Story: জীবনের প্রথম প্রেম, পঞ্চাশ বছর পর ক্যারোলিনের সঙ্গে ডেট-এর সুযোগ পেয়েছিলেন রতন টাটা!

Last Updated:

Ratan Tata Love Story: ১৯৬০-এর দশকে, শিল্পপতি রতন টাটা প্রথম সত্যিকারের প্রেমে পড়েছিলেন  ক্যারোলিন এমন্সের সঙ্গে। ভারত-চীন যুদ্ধের কারণে রতন টাটা ও ক্যারোলিনের সেই প্রেম পর্ব আর এগোয়নি৷

জীবনের প্রথম প্রেম, পঞ্চাশ বছর পর ক্যারোলিনের সঙ্গে ডেট-এর সুযোগ পেয়েছিলেন রতন টাটা!
জীবনের প্রথম প্রেম, পঞ্চাশ বছর পর ক্যারোলিনের সঙ্গে ডেট-এর সুযোগ পেয়েছিলেন রতন টাটা!
advertisement
নয়াদিল্লি: ১৯৬০-এর দশকে, শিল্পপতি রতন টাটা প্রথম সত্যিকারের প্রেমে পড়েছিলেন  ক্যারোলিন এমন্সের সঙ্গে। ক্যারোলিন মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্থপতির কন্যা ছিলেন। তবে, ভারত-চীন যুদ্ধের কারণে রতন টাটা ও ক্যারোলিনের সেই প্রেম পর্ব আর এগোয়নি৷ এই তথ্য এবং টাটার জীবনের বিভিন্ন অজানা গল্প সম্প্রতি প্রকাশিত একটি জীবনীতে উঠে এসেছে।
advertisement
রতন টাটার প্রথম প্রেম – মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার সময়, রতন টাটার সঙ্গে ক্যারোলিন এমন্সের দেখা হয়। ক্যারোলিনের বাবা, ফ্রেডেরিক আর্ল এমন্স, ছিলেন একজন স্থপতি এবং টাটার বাবার ব্যবসায়িক সহকর্মী ছিলেন।তাঁরা দুজনে মিলে সফল স্থাপত্য প্রতিষ্ঠান “জোন্স অ্যান্ড এমন্স” প্রতিষ্ঠা করেছিলেন। ক্যারোলিন প্রথম রতন টাটাকে দেখেন ১৯ বছর বয়সে। জীবনীর লেখন থমাস ম্যাথিউ ক্যারোলিন কী বলেছিলেন সেই কথা উল্লেখ করেছেন এইভাবে যে, “আমি প্রথম দেখাতেই রতনকে পছন্দ করেছিলাম।” বাবা-মায়েরও রতনের প্রতি ভালবাসা ছিল, কিন্তু সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয়নি৷” ম্যাথিউ লিখেছেন।
advertisement
রতন টাটার প্রেমের গল্প সফল হতে পারেনি – জুলাই ১৯৬২-তে, রতন তাঁর অসুস্থ দাদীর সাথে দেখা করতে ভারত ফিরে আসেন৷ এটাই তাঁর জীবনের গতিপথ পরিবর্তন করে। জীবনী অনুসারে, ক্যারোলিন আশা করেছিলেন তিনি ভারত যেতে পারবেন। তবে, ২০ অক্টোবর, ১৯৬২-এ ভারত-চীন যুদ্ধ শুরু হয়। যদিও এক মাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে আমেরিকার দৃষ্টিতে উত্তেজনা বজায় থাকে। এর পরপরই, রতন ও ক্যারোলিন আলাদা হয়ে যান।
advertisement
ক্যারোলিনের অনুতাপ এখনও রয়ে গিয়েছে৷ এটাই যে, জীবন তাঁকে আর দ্বিতীয় সুযোগ দেয়নি৷ তিনি পরে স্থপতি ও পাইলট ওয়েন জোন্সের সঙ্গে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান হয়। বইতে ক্যারোলিন এটাও বলেছেন,  “আমি এমন একজনকে বিয়ে করেছিলাম যে রতনের মতোই ছিল।” ওয়েন ২০০৬ সালে মারা যান।
advertisement
রতন টাটার সঙ্গে পুনর্মিলন – পরের বছর, ক্যারোলিন “দার্জিলিং লিমিটেড” সিনেমাটি দেখেন, যা তিন ভাইয়ের একটি আবেগময় যাত্রার কাহিনি। সিনেমা দেখার পরে, একজন বন্ধু তাকে প্রশ্ন করে যে, তিনি কখনও ভারত সফরের কথা ভাবেন কিনা। এই সরল প্রশ্নটি ক্যারোলিনের স্মৃতিগুলো পুনরুজ্জীবিত করে।
এরপর তিনি ভারতে পা রাখার ইচ্ছা প্রকাশ করেন। ক্যারোলিন পরে জানতে পারেন যে, রতন টাটা, টাটা সন্স ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান হয়ে উঠেছেন। তিনি ইমেলের মাধ্যমে রতনের সাথে পুনরায় যোগাযোগ করেন এবং ভারতে আসার পরিকল্পনা জানান। পরের বছরই, ক্যারোলিন এই দেশে এসে প্রায় পাঁচ সপ্তাহ সময় কাটান।
advertisement
রতন টাটার সঙ্গে রাতের খাবার
ম্যাথিউ বই-তে উল্লেখ করেন যে, রতন ও ক্যারোলিন দিল্লিতে দেখা করেন এবং একসঙ্গে অনেকটা সময় কাটান৷ তাদের পুরানো সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। এরপর ক্যারোলিন নিয়মিত ভারত আসতে থাকেন৷ তিনি ২০১৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে রতনের ৮০তম জন্মদিনে উপস্থিতও ছিলেন৷ এরপর আবার ২০২১ সালে তাঁদের দুজনের দেখা হয়। যখনই রতন টাটা আমেরিকায় কাজের সূত্রে যেতেন, তিনি ক্যারোলিনের সঙ্গে দেখা করতেন৷ এমনকি দুজনে ডিনারেও যেতেন৷  প্রথম জীবনের হারানো প্রেমকে শেষ জীবনে যেন ফিরে পেয়েছিলেন রতন টাটা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata Love Story: জীবনের প্রথম প্রেম, পঞ্চাশ বছর পর ক্যারোলিনের সঙ্গে ডেট-এর সুযোগ পেয়েছিলেন রতন টাটা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement