Indian Rail: সাবধান! বাড়ি থেকে ভুলেও এই জিনিস আর ট্রেনে নিয়ে উঠবেন না, ধরা পড়লেই জরিমানা নিশ্চিত

Last Updated:

Indian Rail: রেলওয়ে স্টেশনগুলোতে মানুষ পরিবারের সঙ্গে বসে খাবার খান এবং খাওয়ার পরে নোংড়া জিনিস সেখানেই ফেলে রেখে চলে যান। এই ধরনের যাত্রীরাই তদন্ত অভিযানে ধরা পড়ে এবং তাদের জরিমানা দিতে বাধ্য করা হয়, বিস্তারিত জানুন৷

সাবধান! বাড়ির খাবার ভুলেও আর ট্রেনে নিয়ে যাবেন না, ধরা পড়লেই জরিমানা নিশ্চিত
সাবধান! বাড়ির খাবার ভুলেও আর ট্রেনে নিয়ে যাবেন না, ধরা পড়লেই জরিমানা নিশ্চিত
নয়াদিল্লি: ট্রেনে যাত্রা করার সময় অনেক যাত্রী রাস্তার খাবার পছন্দ করেন না।  এই জন্য তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসেন এবং খিদে পেলে খেয়ে নেন। কিন্তু খাবার খাওয়ার পরে অনেকেই একটি ছোট্ট ভুল করে ফেলেন। যা পরে অন্যদের সমস্যা সৃষ্টি করে। এর ফলে যাত্রীদের এর খেসারত দিতে হয়। আপনি যদি ট্রেনে যাত্রা করেন তবে এই খবরটি গুরুত্বপূর্ণ, যাতে আপনি এই ভুলগুলি না করার চেষ্টা করুন। রেল কিন্তু এবার এই ধরনের লোকদের ধরার জন্য অভিযান চালাচ্ছে। ধরা পড়লেই বিপদ!
ভারতীয় রেলওয়ে ট্রেন এবং স্টেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। এর ফলস্বরূপ স্টেশন চত্বর এবং চলন্ত ট্রেনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হচ্ছে। একই সঙ্গে, রেলে নোংড়া যারা ছড়িয়ে রাখে, তাদের ধরার জন্য ২২৫৯টি অভিযান চালিয়েছে। এই অভিযানের সময় ১২,৬০৯ জনের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। ১৭৭,১৩৩ জনকে রেলওয়ে চত্বরের মধ্যে আবর্জনা না ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ট্রেনে ধরা পড়া যাত্রীদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যারা বাড়ির তৈরি খাবার নিয়ে এসিতে যাত্রা করছিলেন এবং খাবার খাওয়ার পরে বাকি খাবার ও প্যাকেজিং সামগ্রী সেখানেই ফেলে দিয়েছিলেন। একইভাবে, রেলওয়ে স্টেশনগুলোতে মানুষ পরিবারের সঙ্গে বসে খাবার খান এবং খাওয়ার পরে নোংড়া জিনিস সেখানেই ফেলে রেখে  চলে যান। এই ধরনের যাত্রীরাই তদন্ত অভিযানে ধরা পড়ে এবং তাদের জরিমানা দিতে বাধ্য করা হয়।
advertisement
কিছু যাত্রী নানা ধরনের যুক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কেউ বললেন, ট্রেন আসছিল, তাই নোংড়াগুলি সেখানেই ফেলে দিয়েছেন৷ কেউ আবার বলেন, খাবার খাওয়ার পরে আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলে গিয়েছেন। তবে টিটি কারও কথাই শোনেননি এবং সবার ওপর জরিমানা বসিয়ে দিয়েছেন। এ নিয়ে যাত্রীরা বললেন, এর চেয়ে ভাল ছিল বাইরে থেকে খাবার খেয়ে নেওয়া, তাহলেই আর ঝামেলার পড়তে হত না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Rail: সাবধান! বাড়ি থেকে ভুলেও এই জিনিস আর ট্রেনে নিয়ে উঠবেন না, ধরা পড়লেই জরিমানা নিশ্চিত
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement