Rare Black Tiger Spotted: বিরল কালো বাঘ দেখা গেল দেশের এই জঙ্গলে! উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rare Black Tiger Spotted: সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসে বাঘের ভিডিও
ভুবনেশ্বর : হলদে কালো ডোরাকাটা নয়, এ বার দেখা গেল পুরো কালো বাঘ৷ বিরল এই শ্বাপদ লেন্সবন্দি হয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে৷ কৃষ্ণ শার্দূলের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে৷ কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারায় এই পরিবর্তনের কারণ কী? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন এর কারণ কোষের মেলানিনের তারতম্য৷ ডাক্তারি পরিভাষায় রয়্যাল বেঙ্গল টাইগারটি ‘মেলানিস্টিক’৷ ত্বকে বা চুলে যখন ডার্ক পিগমেন্টেশন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন তাকে মেলানিস্টিক বলা হয়৷ বন্যপ্রাণীদের আচার আচরণ ধরে রাখার জন্য যে ক্যামেরা লাগানো ছিল বনে, তাতেই ধরা পড়েছে কালো বাঘ৷
বন বিভাগের উচ্চপদস্থ কর্তা তথা সরকারি আমলা রমেশ পাণ্ডে এই ভিডিও শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি৷ সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসে বাঘের ভিডিও৷ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প এবং এর প্রাণীবৈচিত্রকে সংরক্ষণের দাবি জোরদার হয়ে ওঠে৷
Beautiful camera trap video of a melanistic tiger in Similipal Tiger Reserve, Odisha, the only place where we see blackish tigers because of genetic mutations in the population. pic.twitter.com/KXqvjX8tvs
— Ramesh Pandey (@rameshpandeyifs) August 1, 2023
advertisement
advertisement
রমেশ পাণ্ডে যে ভিডিও শেয়ার করেছেন, তার ক্যাপশনে লেখা হয়েছে ‘‘ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে অসাধারণ ভিডিও ধরা পড়েছে৷ এটা একমাত্র স্থান যেখানে জেনেটিক মিউটেশনের জেরে কালো বাঘ দেখা যায়৷’’ ১ অগাস্ট শেয়ার করা হয়েছে ভিডিওটি৷ তার পর থেকে ভিউজ এসেছে প্রায় ৭০ হাজার৷
নেটিজেনরা উচ্ছ্বসিত বিরল বাঘ দেখে৷ একইসঙ্গে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন চোরাশিকারিদের নিয়েও৷ ট্যুইটারেত্তিদের আশঙ্কা, কালো বাঘের উপর আবার চোরাশিকারিদের নজর পড়বে না তো!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 12:37 PM IST