Tiger Attack: ঠাকুমার হাত ধরে থাকা ৭ বছরের নাতির ঘাড় কামড়ে টেনে নিয়ে গেল রণথম্ভোরের বাঘ! সোশ্যাল মিডিয়ায় রয়ে গেল ছোট্ট জীবনের শেষ মুহূর্তের ছবি

Last Updated:

Tiger Attack: আচমকাই শুঁড়িপথের পাশের ঝোপ থেকে ঝাঁপ দেয় পূর্ণবয়স্ক একটি বাঘ৷ শিশুটির ঘাড় কামড়ে নিয়ে চলে যায় ঘন ঝোপের মধ্যে৷

বাঘের ছবি প্রতীকী এবং শিশুর ছবির সূত্র সোশ্যাল মিডিয়া
বাঘের ছবি প্রতীকী এবং শিশুর ছবির সূত্র সোশ্যাল মিডিয়া
জয়পুর: কয়েক মুহূর্ত আগেও দুষ্টুমির হাসিভরা মুখে ছবি তুলেছিল৷ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছিল৷ তখন আর কে জানত কাছেই নিঃশব্দে অপেক্ষা করছে মৃত্যুর বাহন এক বাঘ৷ ঝোপ থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে মুখে করে তুলে নিয়ে যায় ৭ বছরের শিশু কার্তিক সুমনকে৷ মঙ্গলবার, রাজস্থানের বুঁদির বাসিন্দা এই শিশুর মৃত্যুর হতচকিত সাক্ষী থাকে তার ঠাকুমা এবং কাকা৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঠাকুমা এবং কাকার সঙ্গে রাজস্থানের রণথম্ভোরে বেড়াতে এসেছিল শিশুটি৷ জাতীয় ব্যাঘ্র উদ্যানের ভিতরেই ত্রিনেত্র গণেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিল তারা৷ মন্দিরে পুজো দেওয়ার পর ফিরছিল অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে৷ ছোট্ট কার্তিকের হাত ধরে ছিলেন তার ঠাকুমা৷ এক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সে সময় আচমকাই শুঁড়িপথের পাশের ঝোপ থেকে ঝাঁপ দেয় পূর্ণবয়স্ক একটি বাঘ৷ শিশুটির ঘাড় কামড়ে নিয়ে চলে যায় ঘন ঝোপের মধ্যে৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷ তাঁরা জানিয়েছেন কার্তিকের নিথর দেহ সামনে রেখে অনেক ক্ষণ বসে ছিল বাঘটি৷ গভীর বনে চলে যায়নি প্রথমেই৷ পরে পটকা ফাটিয়ে তাকে তাড়ানোর পরই শিশুর দেহ উদ্ধার করা যায়৷ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী তারা আর্থিক ক্ষতিপূরণ পাবে৷
advertisement
advertisement
বাঘের হামলার আগেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিল ছোট্ট কার্তিক৷ একটায় সে দাঁড়িয়েছিল বড় পাথরের সামনে৷ অন্যটায় লাজুক মুখে বসে আছে বাঁদরের পাশে৷ সোশ্যাল মিডিয়ায় রয়ে গিয়েছে ছবি দু’টি তার ছোট্ট জীবনের শেষ কিছু মুহূর্তের সাক্ষী হয়ে৷
আরও পড়ুন : বিলুপ্তির ১২,৫০০ বছর পর পৃথিবীতে ফের জন্ম প্রাগৈতিহাসিক প্রাণীর! অবিশ্বাস্য জেনেটিক বিজ্ঞানের দৌলতে অসম্ভবও সম্ভব
প্রসঙ্গত ৩০০ বর্গ কিমির বেশি এলাকা জুড়ে বিস্তৃত রণথম্ভোর ন্যাশনাল টাইগার রিজার্ভে বাঘ আছে ৭০ টির বেশি৷ সেগুলির মধ্যে কোনটি আক্রমণ করেছে, এখনও চিহ্নিত করা যায়নি৷ সম্প্রতি ত্রিনেত্র গণেশ মন্দির লাগোয়া এলাকায় তিনটি বাঘিনীকে দেখা গিয়েছে৷ মনে করা হচ্ছে, সেগুলির মধ্যে একটিই আক্রমণ করে থাকতে পারে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tiger Attack: ঠাকুমার হাত ধরে থাকা ৭ বছরের নাতির ঘাড় কামড়ে টেনে নিয়ে গেল রণথম্ভোরের বাঘ! সোশ্যাল মিডিয়ায় রয়ে গেল ছোট্ট জীবনের শেষ মুহূর্তের ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement