Rampurhat Violence: ‘সরানো হোক রাজ্যপালকে’, রামপুরহাট কাণ্ডে অমিত শাহর দরবারে আর্জি সুদীপদের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rampurhat Violence: বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে জোরালো দাবি তুলল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের (TMC) প্রতিনিধিদল।
#নয়াদিল্লি : রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যুর তদন্তে প্রশাসন চটজলদি পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে রাজ্যপাল সাংবিধানিক ভারসাম্য নষ্ট করছেন। এমনই দাবি তুলে অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor Jagdeep Dhankhar) অপসারণ দাবি করল তৃণমূল।
বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের (Rampurhat Violence) রিপোর্ট দিয়ে জোরালো দাবি তুলল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল (Trinamool Congress) প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
After meeting Union Home Minister Amit Shah, TMC MP Sudip Bandyopadhyay said, "We've said that Governor of West Bengal should be removed, in view of the Rampurhat, Birbhum incident. His work is against our constitutional system. Parliamentary democratic system is under threat." pic.twitter.com/2MAb2h9U8F
— ANI (@ANI) March 24, 2022
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার পর একটি ট্যুইটে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লেখেন, "রামপুরহাট, বীরভূমের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে অপসারণ করা উচিত। তাঁর কাজ আমাদের সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাঁর কাজ হুমকির মত।"
প্রসঙ্গত, সোমবার রাতে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপর রাতারাতি বগটুই (Bogtui) গ্রামে জ্বলে ওঠে আগুন। তাতে ১০ টি বাড়ি পুডে়ছে, নিহত হয়েছেন ৮ জন। ঘটনায় সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। গাফিলতির অভিযোগে পুলিশ প্রশাসনের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। এসব নিয়েই বৃহস্পতিবার সংসদ চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের ১৩ প্রতিনিধি। নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। প্রতিনিধি দলে ছিলেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মৌসম বেনজির নুর।
advertisement
অন্যদিকে আজই রামপুরহাটের বগুটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নৃশংস ঘটনায় দোষীদের কড়া শাস্তির কথা শোনান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমে রামপুরহাটে নেমে সার্কিট হাউসে যাওয়ার কথা থাকলেও সরাসরি বগটুই গ্রামে যান মমতা (Mamata Banerjee in Rampurhat)। সেখানে স্বজন হারানোদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। মমতা বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যেখান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2022 6:05 PM IST