Ram Mandir: অত্যাধুনিক প্রযুক্তির AI চালিত ক্যামেরা! রাম মন্দিরের সুরক্ষায় থাকছে আরও কী কী? তালিকা চমকে দেবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মন্দিরে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।
উত্তরপ্রদেশ: কয়েকদিন পরেই উদ্বোধব করা হবে রাম মন্দিরের। তার আগেই জানা গেল মন্দিরের সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। মন্দিরে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পাশাপাশি মন্দিরে থাকবে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ব্যবস্থা।
জল, স্থল, বায়ু, মন্দিরে যাতে কোনওভাবেই কোনও দুষ্কৃতীর অনুপ্রবেশ না ঘটে তার জন্য থাকবে অত্যাধুনিক ব্যবস্থা। থাকছে, এয়ার ট্যাকটিক্যাল অ্যারোস্ট্যাট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পাশাপাশি, পাল্লার অ্যারোস্ট্যাট ক্যামেরা, আপেড রিভারিন সিকিউরিটি এবং বিশেষ এআই-চালিত অ্যালার্ম সিস্টেম লাগানো হবে।
advertisement
advertisement
রাম মন্দিরের উদ্বোধন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের তাবড় নেতা মন্ত্রী এবং সেলেবরা। এই ‘হাই প্রোফাইল’ উদ্বোধনের পরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। ইউপি সরকার ইতিমধ্যেই অযোধ্যায় বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
advertisement
নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাত্কারে অযোধ্যা রেঞ্জের পুলিশ অফিসার ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) প্রবীণ কুমার জানিয়েছেন,‘‘ কৃত্তিম বুদ্ধিমত্তা এবং মানুষের বুদ্ধিমত্তা, এই দুইয়ের মিশেলে নিরাপত্তা এক অন্য মাত্রা পাবে।’’ তিনি আরও জানান,‘‘পর্যটকদের জন্যেও এই নিরাপত্তা বিশেষ কার্যকরী প্রমাণিত হবে। জানুয়ারীর ১৪ তারিখ থেকেই এই নতুন সিকিউরিটি প্ল্যান কার্যকরী করা হবে।’’
advertisement
আকাশপথে সুরক্ষা
আইপিজি কুমার জানালেন, অযোধ্যা রাবরই একটি অতি সংবেদনশীল অঞ্চল। সংবেদনশীলতার কথা মাথায় রেখেই বর্তমান প্রযুক্তিগত অগ্রগতি এবং সাইবার অপরাধের যুগে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য একটি বিস্তৃত পরিকল্পনার প্রয়োজন ছিল।
তিনি বলেন,‘‘আকাশপথে যে কোনও ধরনের সমস্যার জন্য আমরা একটি এয়ার ট্যাকটিকাল অ্যারোস্ট্যাট সিস্টেম ইনস্টল করেছি যা এরিয়াল ইন্টেলিজেন্স, নজরদারি এবং রিকনেসান্স করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অযোধ্যার সীমান্ত এলাকায় নজরদারি চালাতেও ব্যবহার করা যেতে পারে’’।
advertisement
জলপথে সুরক্ষা
প্রবীণ কুমারের কথায়,‘‘সরযু নদীর তীরে অবস্থিত অযোধ্যার একটি বড় অংশ জল দ্বারা বেষ্টিত। তাই জলপথে নিরাপত্তা বিশেষ জরুরী ছিল। আমরা হাই-ডেফিনিশন ক্যামেরা এবং একটি এআই-চালিত সিস্টেমও ইনস্টল করেছি যা কোনও অনুপ্রবেশের ক্ষেত্রে বা জলে কোনও সন্দেহজনক নৌকা বা কার্যকলাপ দেখা গেলে অ্যালার্ম দিয়ে বিপদ জানান দেবে।’’
স্থলে নিরাপত্তা
কুমার জানালেন,‘‘ নিরাপত্তা পরিকল্পনার একটি অংশ মন্দিরের কাঠামোকে কেন্দ্র করে এবং দ্বিতীয়টি মন্দিরের দিকে যাওয়ার জন্য রাস্তা এবং পুরো এলাকাজুড়ে বিস্তৃত।’’
advertisement
এছাড়া সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), প্রভিনসিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) এবং ইউপি স্পেশাল সিকিউরিটি ফোর্স (ইউপিএসএসএফ)-এর মতো বাহিনীও মোতায়েন করা হবে। পাশাপাশি শহর জুড়ে থাকবে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 1:47 PM IST