Ram Mandir: তাক লাগাবে রাম মন্দিরের বিরাট-বিরাট ঘণ্টা, ওজন জানলে চমকে উঠবেন! কোথায় তৈরি হচ্ছে জানেন?

Last Updated:
মন্দিরের বিরাট মাপের ঘণ্টা আসবে তামিলনাড়ু থেকে।
1/5
কিছুদিন পরেই উদ্বোধন করা হবে রাম মন্দিরের। উত্তরপ্রদেশের অযোধ‍্যায় এই মন্দিরের কাজ শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে যা প্রায় শেষের পথে। জানা গিয়েছে, রাম মন্দিরের উদ্ধোধনে উপস্থিত থাকবেন দেশের একাধিক তারকা। জানা গিয়েছে মন্দিরের বিরাট মাপের ঘণ্টা আসবে তামিলনাড়ু থেকে।
কিছুদিন পরেই উদ্বোধন করা হবে রাম মন্দিরের। উত্তরপ্রদেশের অযোধ‍্যায় এই মন্দিরের কাজ শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে যা প্রায় শেষের পথে। জানা গিয়েছে, রাম মন্দিরের উদ্ধোধনে উপস্থিত থাকবেন দেশের একাধিক তারকা। জানা গিয়েছে মন্দিরের বিরাট মাপের ঘণ্টা আসবে তামিলনাড়ু থেকে।
advertisement
2/5
তামিলনাড়ুর নমক্কল জেলাতে তৈরি করা হবে রাম মন্দিরের ঘণ্টা। সূত্রের খবর অনুযায়ী, মোট ১০৮ টি ঘণ্টা লাগানো হবে মন্দিরে। তামিলনাড়ু থেকে রাম মন্দিরে আসবে এইসব ঘণ্টা।
তামিলনাড়ুর নমক্কল জেলাতে তৈরি করা হবে রাম মন্দিরের ঘণ্টা। সূত্রের খবর অনুযায়ী, মোট ১০৮ টি ঘণ্টা লাগানো হবে মন্দিরে। তামিলনাড়ু থেকে রাম মন্দিরে আসবে এইসব ঘণ্টা।
advertisement
3/5
শ্রী অন্ডাল মোল্ডিং ওয়ার্কস এই ঘণ্টা তৈরির দায়িত্ব নিয়েছে। এই সংস্থার রাজেন্দ্রন রাম মন্দিরের ঘন্টা তৈরির দায়িত্ব নিয়েছেন। প্রায় ১ মাস আগে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
শ্রী অন্ডাল মোল্ডিং ওয়ার্কস এই ঘণ্টা তৈরির দায়িত্ব নিয়েছে। এই সংস্থার রাজেন্দ্রন রাম মন্দিরের ঘন্টা তৈরির দায়িত্ব নিয়েছেন। প্রায় ১ মাস আগে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
advertisement
4/5
সূত্রের খবর অনুযায়ী, ৫ টি ৭০ কেজি ওজনের ঘণ্টা, ৬০ কেজির ৬ টি ঘণ্টা, এবং একটি ২৫ কেজি ওজনের ঘণ্টা রয়েছে। সব মিলিয়ে মোট ১২ টি বড় এবং ৩৬ টি ছোট ঘণ্টা রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ৫ টি ৭০ কেজি ওজনের ঘণ্টা, ৬০ কেজির ৬ টি ঘণ্টা, এবং একটি ২৫ কেজি ওজনের ঘণ্টা রয়েছে। সব মিলিয়ে মোট ১২ টি বড় এবং ৩৬ টি ছোট ঘণ্টা রয়েছে।
advertisement
5/5
সমস্ত ঘণ্টার মোট ওজন ১২০০ কেজি। সূত্রের খবর, রাম মন্দিরের জন‍্য সব মিলিয়ে মোট ১০৮ টি ঘণ্টা তৈরি হবে। ইতিমধ‍্যে ৪৮ টি ঘণ্টা এসে পৌঁছেছে।
সমস্ত ঘণ্টার মোট ওজন ১২০০ কেজি। সূত্রের খবর, রাম মন্দিরের জন‍্য সব মিলিয়ে মোট ১০৮ টি ঘণ্টা তৈরি হবে। ইতিমধ‍্যে ৪৮ টি ঘণ্টা এসে পৌঁছেছে।
advertisement
advertisement
advertisement