Raksha Bandhan 2023: বোনের হাতে মেহন্দির নকশায় কিউআর কোড, স্ক্যান করে ভাই পাঠালেন রাখির উপহার, ভাইরাল ভিডিও অবাক করেছে দেশকে!

Last Updated:

আপাতত যে ভিডিও ভাইরাল হয়েছে রাখির মেহন্দির, তাতে বোন তাঁর ভাইয়ের নাম মেহন্দির নকশায় ফুটিয়ে তুলে ভাইরাল হননি- বিষয়টির ব্যাপ্তি যথেষ্টই গভীর।

মেহন্দি পরা নিয়ে আমাদের দেশে নানা রকমের সংস্কার রয়েছে। যার বেশিরভাগটাই মূলত বিবাহিতাদের ক্ষেত্রে প্রযোজ্য।  সে কারণেই মেহন্দি পরানোর সময়ে নকশার এক কোণে লেখা থাকত প্রিয়তমের নামের আদ্যক্ষর। কালের ধারায় তার রঙ আর নকশার সাজ এসেছে অবিবাহিতাদের মধ্যেও। এখন অনেকেই শুধু বিয়ে উপলক্ষ্যে নয়, যে কোনও উৎসবে, অনুষ্ঠানে হাতে তুলে নেন মেহন্দির সাজ।
সেভাবেই দেশের আনাচে-কানাচে অনেক বোনই রাখি উৎসব উপলক্ষ্যে সেজেছেন মেহন্দিতে। তাঁদের মেহন্দি রাঙা হাত যখন ভাইয়ের কবজিতে রাখি বাঁধবে, নিঃসন্দেহে তা হয়ে উঠবে মনে এবং সোশ্যাল মিডিয়ায় ধরে রেখে দেওয়ার মতো মুহূর্ত। তবে আপাতত যে ভিডিও ভাইরাল হয়েছে রাখির মেহন্দির, তাতে বোন তাঁর ভাইয়ের নাম মেহন্দির নকশায় ফুটিয়ে তুলে ভাইরাল হননি- বিষয়টির ব্যাপ্তি যথেষ্টই গভীর।
advertisement
advertisement
X, অর্থাৎ পূর্ববর্তী ট্যুইটারে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক বোনের মেহন্দি রাঙা হাত। সেই হাতের নকশা বেশ ভালই চোখ টানে। কিন্তু একটু নজর দিয়ে দেখতে গেলেই চোখ কপালে উঠবে। সেই নকশায় ফুটিয়ে তোলা হয়েছে আদতে একটি কিউআর কোড। এর পরের ধাপে ভাইকে দেখা যাচ্ছে সেই কিউআর কোড স্ক্যান করতে। সাবলীল ভাবেই সম্পন্ন হয়েছে সেই স্ক্যানিং, ত্বকে মেহন্দি দিয়ে তৈরি করা হলেও কোনও অসুবিধা হয়নি। আর কী, এবার শুধু বোনকে উপহার পাঠানোর পালা।
advertisement
ভাই আশা করাই যায় বেশ ভাল মতোই একটা টাকার রাশি ট্রান্সফার করেছেন বোনের অ্যাকাউন্টে। বোন চেয়েছিলেন ৫০০০ টাকা, তবে ঠিক কত টাকা তিনি পাঠিয়েছেন, তা ভিডিওয় দেখা যায়নি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবি সুতানজানি নামের এক ইউজার, লিখেছেন- ডিজিটাল ইন্ডিয়ার এটাই শীর্ষ মুহূর্ত।
advertisement
সন্দেহ নেই, একেবারে সঠিক মন্তব্যই করেছেন সুতানজানি। সাধে কী আর এই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে! দেখতে দেখতে তা ১ লক্ষ ভিউয়িংয়ের রেকর্ড গড়ে ফেলেছে। ভিডিও দেখে কেউ বলছেন এর চেয়ে মজার কিছু হয় না, আবার অনেকের দাবি এবার থেকে বিয়ের মেহন্দির নকশায় কিউআর কোড ট্রেন্ড হয়ে যাবে, কনের হাত স্ক্যান করেই তাঁকে উপহার দেবেন আমন্ত্রিতরা!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raksha Bandhan 2023: বোনের হাতে মেহন্দির নকশায় কিউআর কোড, স্ক্যান করে ভাই পাঠালেন রাখির উপহার, ভাইরাল ভিডিও অবাক করেছে দেশকে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement